ভিতালি গিঞ্জবার্গ | |
---|---|
জন্ম | ভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ ৪ অক্টোবর ১৯১৬ |
মৃত্যু | নভেম্বর ৮, ২০০৯ | (বয়স ৯৩)
জাতীয়তা | রাশিয়া |
মাতৃশিক্ষায়তন | মস্কো স্টেট ইউনিভার্সিটি |
পরিচিতির কারণ | অতিপরিবাহিতা, প্লাজমা, অতিতারল্য, ফেরোইলেক্ট্রিসিটি |
দাম্পত্য সঙ্গী | Olga Zamsha Ginzburg (1937-1946; divorced; 1 child) Nina Yermakova Ginzburg (m. 1946) |
পুরস্কার | পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০৩) Wolf Prize in Physics (1994/95) Lomonosov Gold Medal (1995) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | তাত্ত্বিক পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | লেবেদেভ ফিজিক্যাল ইন্সটিটিউট |
ডক্টরাল উপদেষ্টা | ইগর তাম |
ডক্টরেট শিক্ষার্থী | Viatcheslav Mukhanov |
ভিতালি ল্যাজারেভিচ গিঞ্জবার্গ (রুশ: Вита́лий Ла́заревич Ги́нзбург; ৪ অক্টোবর ১৯১৬ – ৮ নভেম্বর ২০০৯)[১]একজন সোভিয়েত এবং রাশিয়ান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। গিঞ্জবার্গ সোভিয়েত হাইড্রোজেন বোমার অন্যতম জনক। ২০০৩ সালে তিনি যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। [২]
গিঞ্জবার্গ ১৯১৬ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৮ সালে মস্কো স্টেট ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান ফ্যাকাল্টি থেকে গ্র্যাজুয়েট হন।