মালিক | নাগাভাং দোর্জি ও তেনজিন দোর্জি |
---|---|
প্রতিষ্ঠাকাল | ৩১ অক্টোবর ২০০৮ |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | থিম্পু, ভুটান |
সহোদর সংবাদপত্র | ড্রাক ইয়েদজার |
ওয়েবসাইট | http://www.bhutantoday.com.bt |
ভুটান টুডে, থিম্ফুতে প্রকাশিত, ইংরেজি ভাষায় প্রকাশিত ভুটানের চতুর্থ সংবাদপত্র। এটি ২০০৮ সালের অক্টোবরে চালু হয়েছিল। প্রথমে এটি দ্বি-সাপ্তাহিক হিসাবে প্রতি রবি ও বুধবার প্রকাশিত হত। জুন ২০১৭ থেকে, এটি রবিবারে প্রকাশিত একটি সাপ্তাহিক হয়ে ওঠে।[১]