ভেনেরা ১২ | |||||
---|---|---|---|---|---|
অভিযানের ধরন | শুক্র পার্শ্ব-পরিক্রমণকারী / অবতরণ | ||||
পরিচালক | সোভিয়েত একাডেমি অভ সায়েন্সেস | ||||
সিওএসপিএআর আইডি | ১৯৭৮-০৮৬এ ১৯৭৮-০৮৬সি | ||||
এসএটিসিএটি নং | ১১০২৫ ১১০২৮ | ||||
অভিযানের সময়কাল | ভ্রমণ: ৩ মাস ৬ দিন অবতরণ: ১১০ মিনিট | ||||
মহাকাশযানের বৈশিষ্ট্য | |||||
মহাকাশযান | ৪ভি-১ | ||||
মহাকাশযানের ধরন | ৪ভি-১ | ||||
বাস | ৪এমভি | ||||
উৎক্ষেপণ ভর | ৪,৪৫৭.৯ কেজি (৯,৮২৮ পা)[১] | ||||
শুষ্ক ভর | ১,৬০০ কেজি (৩,৫০০ পা) | ||||
আয়তন | ২.৩ মি × ২.৭ মি × ৫.৭ মি (৭.৫ ফু × ৮.৯ ফু × ১৮.৭ ফু) | ||||
অভিযানের শুরু | |||||
উৎক্ষেপণ তারিখ | ১৪ সেপ্টেম্বর ১৯৭৫, ০২:২৫:১৩ইউটিসি[১] | ;||||
উৎক্ষেপণ রকেট | প্রোটন-কে/ডি-১ ৮কে৮২কে | ||||
উৎক্ষেপণ স্থান | বাইকোনুর, সাইট ৮১/২৪ | ||||
অভিযানের সমাপ্তি | |||||
সর্বশেষ যোগাযোগ | ১৮ এপ্রিল ১৯৮০[২] | ||||
কক্ষপথের বৈশিষ্ট্যসমূহ | |||||
তথ্য ব্যবস্থা | ভূকেন্দ্রিক কক্ষপথ | ||||
আমল | নিম্ন পৃথিবী কক্ষপথ | ||||
পরাক্ষ | ৬,৫৬৯ কিলোমিটার (৪,০৮২ মা) | ||||
পেরিজিইই | ১৭৭ কিলোমিটার (১১০ মা) | ||||
অ্যাপোজিইই | ২০৫ কিলোমিটার (১২৭ মা) | ||||
নতি | ৫১.৫° | ||||
শুক্র পার্শ্ব-পরিক্রমণ | |||||
মহাকাশযানের উপাদান | ভেনেরা ১২ উড্ডয়ন মঞ্চ | ||||
Invalid parameter | ১৯ ডিসেম্বর ১৯৭৮ | ||||
"distance" should not be set for missions of this nature | ~৩৫,০০০ কিলোমিটার (২২,০০০ মা) | ||||
শুক্র অবতরণ | |||||
মহাকাশযানের উপাদান | ভেনেরা ১২ ডিসেন্ট যান | ||||
Invalid parameter | ২১ ডিসেম্বর ১৯৭৮, ০৩:৩০; ইউটিসি | ||||
"location" should not be set for flyby missions | ৭° দক্ষিণ ২৯৪° পূর্ব / ৭° দক্ষিণ ২৯৪° পূর্ব | ||||
----
|
ভেরেনা ১২ (রুশ: Венера 12; অর্থ: ভেনাস ১২) হলো ১৯৭৮ সালে মহাশূণ্যে প্রেরণ করা একটি সোভিয়েত মনুষ্যবিহীন নভোযান। এই অভিযানটিকে সোভিয়েত ভেনেরা কর্মসূচির অংশ হিসাবে আন্তঃগ্রহ মহাকাশ অভিযান হিসেবে চিহ্নিত করা হয় এবং এটি ভেনাসে অন্বেষণের উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এই মহাকাশযাটি একই সাথে একটি শুক্র পার্শ্ব-পরিক্রমণকারী যান এবং এর পৃষ্ঠে সফলভাবে অবতরণ করা স্পেস প্রোব।
ভেনেরা ১২ ১৯৭৮ সালের ১৪ সেপ্টেম্বর তারিখ ০২:২৫:১৩ ইউটিসিতে এটিকে উৎক্ষেপণ করা হয়।[৩] এর ভর ছিলো ৪,৪৫৭.৯ কিলোগ্রাম (৯,৮২৮ পা)।
১৯৭৮ সালের ১৯ ডিসেম্বর অবতরণ যানটি তার উড্ডয়ন মঞ্চ থেকে পৃথক হয় এবং এর দুইদিন পর, ২১ ডিসেম্বর তারিখে ১১.২ কিলোমিটার প্রতি সেকেন্ড (৭.০ mi/s) বেগে তা শুক্রের বায়ুমণ্ডলে প্রবেশ করে।