ভৈরব উপজেলা

ভৈরব
উপজেলা
মানচিত্রে ভৈরব উপজেলা
মানচিত্রে ভৈরব উপজেলা
স্থানাঙ্ক: ২৪°৩′ উত্তর ৯০°৫৯′ পূর্ব / ২৪.০৫০° উত্তর ৯০.৯৮৩° পূর্ব / 24.050; 90.983 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
আয়তন
 • মোট১২১.৭৩ বর্গকিমি (৪৭.০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট২,৮১,২৫৭
 • জনঘনত্ব২,৩০০/বর্গকিমি (৬,০০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড২৩৫০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৪৮ ১১
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ভৈরব উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি উপজেলা

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

এটি মেঘনা নদীর তীরে অবস্থিত একটি উপজেলা। ভৈরব উপজেলার উত্তরে বাজিতপুর উপজেলা, দক্ষিণে নরসিংদী জেলার রায়পুরা উপজেলাব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা, পশ্চিমে কুলিয়ারচর উপজেলানরসিংদী জেলার রায়পুরা উপজেলা

প্রশাসনিক এলাকা

[সম্পাদনা]

ভৈরবে থানা হিসেবে ঘোষিত হয় ১৯০৬ সালে। পরে এ থানাকে বর্তমানের ভৈরব উপজেলায় উন্নীত করা হয় ১৯৮৩ সালে। এ উপজেলায় ১টি পৌরসভা, ৭টি ইউনিয়ন, ৩২টি মৌজা ও ৮৪টি গ্রাম রয়েছে।

  • পৌরসভা:
ক্রমিক. পৌরসভা আওতাধীন শহর
ভৈরব পৌরসভা ভৈরব বাজার
  • ইউনিয়ন:
ক্রমিক. ইউনিয়ন জিও কোড
আগানগর ইউনিয়ন ২১
কালিকাপ্রাসাদ ইউনিয়ন ৪৭
গজারিয়া ইউনিয়ন ৩৫
শিবপুর ইউনিয়ন ৭১
শিমুলকান্দি ইউনিয়ন ৮৩
শ্রীনগর ইউনিয়ন -
সাদেকপুর ইউনিয়ন ৫৯

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

২০০১ সালের আদমশুমারি অনুসারে ভৈরবের মোট জনসংখ্যা ২,৪৬,৮২০ জন। পুরুষের সংখ্যা ১,২৭,৬২০ জন। আর নারীর সংখ্যা ১,১৯,২০০। পুরুষের অনুপাত মোট জনসংখ্যার ৫১% আর নারীর অনুপাত ৪৯%। সর্বমোট গৃহের সংখ্যা গ্রামে ২৮,৯৪২ টি এবং শহরে ১৭,৬৯২ টি। সর্বমোট জমির পরিমাণ ৩০,০৮০ একর। চাষযোগ্য জমির পরিমাণ ১৭,৬১৬ একর। সেচের আওতায় অন্তর্ভুক্ত জমির পরিমাণ ২০,৩০২ একর।[তথ্যসূত্র প্রয়োজন]

শিক্ষা

[সম্পাদনা]

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৭ সালের রিপোর্ট অনুযায়ী ভৈরব উপজেলায় আলিয়া মাদ্রাসা আছে ৩ টি, জুনিয়র হাই স্কুল ২ টি, কওমী (ফুরকানিয়া) মাদ্রাসা ২৬১ টি, কলেজ আছে ৬ টি, ভোকেশনাল ইন্সটিটিউট ১ টি, দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল আছে ১ টি, প্রাইমারি স্কুল আছে ৯২ টি, কিন্ডার গার্ডেন আছে ২৬ টি এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে ১ টি।

উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সর্বশেষ তথ্যমতে ২০২৪ :

বিশ্ববিদ্যালয় :

শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি

কলেজ: ভৈরব উপজেলায় ৯ টি কলেজ রয়েছে


• হাজী আসমত সরকারি কলেজ

• সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ

• রফিকুল ইসলাম মহিলা কলেজ

• জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ, বাঁশগাড়ী

• শহীদুল্লাহ্ কায়সার কলেজ, বাঁশগাড়ী

• শিমুলকান্দি কলেজ

• জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ, আগানগর

• ভৈরব আইডিয়াল কলেজ

• কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ (সর্বশেষ অনুমোদিত ২০২৪)

হাইস্কুল: সর্বশেষ তথ্যমতে ২০২৪, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ভৈরব উপজেলায় ১৯ টি উচ্চ বিদ্যালয় রয়েছে।

• ভৈরব কেবি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়

• বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়

• কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ

• ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

• জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ, বাঁশগাড়ী

• কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়

• আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, মানিকদী

• মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়

• আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়

• হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়

• সাদেকপুর উচ্চ বিদ্যালয়

• শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়

• শ্রীনগর উচ্চ বিদ্যালয়

• যোগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়

• কালীপুর উচ্চ বিদ্যালয়

• রসূলপুর উচ্চ বিদ্যালয়

• ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয়

• জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ, আগানগর

• জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়

মাদ্রাসা: সর্বশেষ তথ্যমতে, ২০২৪ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ভৈরব উপজেলায় ৯টি দাখিল মাদ্রাসা রয়েছে।

• শম্ভুপুর দারুচ্ছন্নাত নেছারিয়া আলিম মাদ্রাসা

• রাউফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মধ্যেররচর

• বাঁশগাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা

• ইসলামপুর (কালিপুর) মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসা

• আদর্শ দাখিল মাদ্রাসা, শম্ভপুর

• মৌলভী কেরামত আলী ফাজিল মাদ্রাসা, আকবরনগর

• আফতাবুল উলুম আলিম মাদ্রাসা, ঘোড়াকান্দা

• ধুলিগানি দাখিল মাদ্রাসা,আগানগর

• ঝগড়ারচর দারুছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা [তথ্যসূত্র প্রয়োজন]

উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা

[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ভৈরব উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]