ভৈরব | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে ভৈরব উপজেলা | |
স্থানাঙ্ক: ২৪°৩′ উত্তর ৯০°৫৯′ পূর্ব / ২৪.০৫০° উত্তর ৯০.৯৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ১২১.৭৩ বর্গকিমি (৪৭.০০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৮১,২৫৭ |
• জনঘনত্ব | ২,৩০০/বর্গকিমি (৬,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ২৩৫০ |
প্রশাসনিক বিভাগের কোড | ৩০ ৪৮ ১১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৈরব উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি উপজেলা।
এটি মেঘনা নদীর তীরে অবস্থিত একটি উপজেলা। ভৈরব উপজেলার উত্তরে বাজিতপুর উপজেলা, দক্ষিণে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা, পশ্চিমে কুলিয়ারচর উপজেলা ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলা।
ভৈরবে থানা হিসেবে ঘোষিত হয় ১৯০৬ সালে। পরে এ থানাকে বর্তমানের ভৈরব উপজেলায় উন্নীত করা হয় ১৯৮৩ সালে। এ উপজেলায় ১টি পৌরসভা, ৭টি ইউনিয়ন, ৩২টি মৌজা ও ৮৪টি গ্রাম রয়েছে।
ক্রমিক. | পৌরসভা | আওতাধীন শহর |
---|---|---|
১ | ভৈরব পৌরসভা | ভৈরব বাজার |
ক্রমিক. | ইউনিয়ন | জিও কোড |
---|---|---|
১ | আগানগর ইউনিয়ন | ২১ |
২ | কালিকাপ্রাসাদ ইউনিয়ন | ৪৭ |
৩ | গজারিয়া ইউনিয়ন | ৩৫ |
৪ | শিবপুর ইউনিয়ন | ৭১ |
৫ | শিমুলকান্দি ইউনিয়ন | ৮৩ |
৬ | শ্রীনগর ইউনিয়ন | - |
৭ | সাদেকপুর ইউনিয়ন | ৫৯ |
২০০১ সালের আদমশুমারি অনুসারে ভৈরবের মোট জনসংখ্যা ২,৪৬,৮২০ জন। পুরুষের সংখ্যা ১,২৭,৬২০ জন। আর নারীর সংখ্যা ১,১৯,২০০। পুরুষের অনুপাত মোট জনসংখ্যার ৫১% আর নারীর অনুপাত ৪৯%। সর্বমোট গৃহের সংখ্যা গ্রামে ২৮,৯৪২ টি এবং শহরে ১৭,৬৯২ টি। সর্বমোট জমির পরিমাণ ৩০,০৮০ একর। চাষযোগ্য জমির পরিমাণ ১৭,৬১৬ একর। সেচের আওতায় অন্তর্ভুক্ত জমির পরিমাণ ২০,৩০২ একর।[তথ্যসূত্র প্রয়োজন]
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০০৭ সালের রিপোর্ট অনুযায়ী ভৈরব উপজেলায় আলিয়া মাদ্রাসা আছে ৩ টি, জুনিয়র হাই স্কুল ২ টি, কওমী (ফুরকানিয়া) মাদ্রাসা ২৬১ টি, কলেজ আছে ৬ টি, ভোকেশনাল ইন্সটিটিউট ১ টি, দৃষ্টি-প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল আছে ১ টি, প্রাইমারি স্কুল আছে ৯২ টি, কিন্ডার গার্ডেন আছে ২৬ টি এবং শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র আছে ১ টি।
উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সর্বশেষ তথ্যমতে ২০২৪ :
বিশ্ববিদ্যালয় :
•শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
কলেজ: ভৈরব উপজেলায় ৯ টি কলেজ রয়েছে
• হাজী আসমত সরকারি কলেজ
• সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ
• রফিকুল ইসলাম মহিলা কলেজ
• জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ, বাঁশগাড়ী
• শহীদুল্লাহ্ কায়সার কলেজ, বাঁশগাড়ী
• শিমুলকান্দি কলেজ
• জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ, আগানগর
• ভৈরব আইডিয়াল কলেজ
• কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ (সর্বশেষ অনুমোদিত ২০২৪)
হাইস্কুল: সর্বশেষ তথ্যমতে ২০২৪, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ভৈরব উপজেলায় ১৯ টি উচ্চ বিদ্যালয় রয়েছে।
• ভৈরব কেবি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
• বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়
• কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ
• ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
• জিল্লুর রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ, বাঁশগাড়ী
• কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়
• আলফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, মানিকদী
• মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয়
• আফসার উদ্দিন উচ্চ বিদ্যালয়
• হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয়
• সাদেকপুর উচ্চ বিদ্যালয়
• শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়
• শ্রীনগর উচ্চ বিদ্যালয়
• যোগেন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয়
• কালীপুর উচ্চ বিদ্যালয়
• রসূলপুর উচ্চ বিদ্যালয়
• ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয়
• জিল্লুর রহমান স্কুল এন্ড কলেজ, আগানগর
• জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়
মাদ্রাসা: সর্বশেষ তথ্যমতে, ২০২৪ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ভৈরব উপজেলায় ৯টি দাখিল মাদ্রাসা রয়েছে।
• শম্ভুপুর দারুচ্ছন্নাত নেছারিয়া আলিম মাদ্রাসা
• রাউফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, মধ্যেররচর
• বাঁশগাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা
• ইসলামপুর (কালিপুর) মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসা
• আদর্শ দাখিল মাদ্রাসা, শম্ভপুর
• মৌলভী কেরামত আলী ফাজিল মাদ্রাসা, আকবরনগর
• আফতাবুল উলুম আলিম মাদ্রাসা, ঘোড়াকান্দা
• ধুলিগানি দাখিল মাদ্রাসা,আগানগর
• ঝগড়ারচর দারুছুন্নাহ মহিলা দাখিল মাদ্রাসা [তথ্যসূত্র প্রয়োজন]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |