ভ্যালেরিয়ান গ্রাসিয়াস | |
---|---|
কার্ডিনাল, মুম্বাইয়ের আর্চবিশপ | |
প্রধান ধর্মযাজক | বোম্বের আর্চডায়োসিজ |
প্রদেশ | মুম্বাই |
মহানগরী | মুম্বাই |
দেখুন | মুম্বাই |
স্থাপিত | ৪ ডিসেম্বর ১৯৫০ |
মেয়াদ শেষ | ১১ সেপ্টেম্বর ১৯৭৮ |
পূর্ববর্তী | আর্চবিশপ থমাস রবার্টস, এস.জে. |
পরবর্তী | সাইমন পিমেন্টা |
অন্যান্য পদ | ভিয়া লাতার সান্তা মারিয়ার কার্ডিনাল-যাজক(১৯৫৩-১৯৭৮) মুম্বাইয়ের সহযোগী বিশপ(১৯৪৬-১৯৫০) |
আদেশ | |
বিন্যাস | ৩ অক্টোবর ১৯২৬ |
পবিত্রকরণ | ২৯ জুন ১৯৪৬ আর্চবিশপ থমাস রবার্টস, এস.জে. দ্বারা |
নির্মিত কার্ডিনাল | ১২ জানুয়ারি ১৯৫৩ পোপ দ্বাদশ পিয়াস দ্বারা |
মর্যাদাক্রম | কার্ডিনাল-প্রিস্ট |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম নাম | ভ্যালেরিয়ান গ্রাসিয়াস |
জন্ম | করাচি, ব্রিটিশ ভারত | ২৩ অক্টোবর ১৯০০
মৃত্যু | ১১ সেপ্টেম্বর ১৯৭৮ মুম্বাই, মহারাষ্ট্র, ভারত | (বয়স ৭৭)
সমাধি | ক্যাথেড্রাল অব দ্য হোলি নেইম, মুম্বাই ১৮°৫৫′২৪″ উত্তর ৭২°৪৯′৫০″ পূর্ব / ১৮.৯২৩৩৩° উত্তর ৭২.৮৩০৫৬° পূর্ব |
জাতীয়তা | ভারতীয় |
গোষ্ঠীনাম | রোমান ক্যাথলিক |
বাসস্থান | মুম্বাই, ভারত |
মাতাপিতা | জোস গ্রাসিয়াস (পিতা) কার্লোটা গ্রাসিয়াস (মাতা) |
প্রাক্তন ছাত্র | সেইন্ট প্যাট্রিক হাই স্কুল সেইন্ট জোসেফ'স সেমিনারি (ম্যাঙ্গালোর) |
নীতিবাক্য | ফ্র্যাটারনিটাসিস আমোরে[১](লাতিন) ভ্রাতৃত্বের ভালোবাসায়(বাংলা) |
ভ্যালেরিয়ান গ্রাসিয়াস (২৩ অক্টোবর ১৯০০ – ১১ সেপ্টেম্বর ১৯৭৮) ভারতের রোমান ক্যাথলিক গীর্জার কার্ডিনাল ছিলেন। তিনি ১৯৫০ খ্রিস্টাব্দ থেকে আমৃত্যু বোম্বের আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৩ খ্রিস্টাব্দে পোপ দ্বাদশ পিয়াস তাকে কার্ডিনাল হিসেবে ঘোষণা করেন।
ব্রিটিশ ভারতের (বর্তমান পাকিস্তান) করাচিতে জন্মগ্রহণ করেন ভ্যালেরিয়ান। তার পিতামাতা গোয়ার ড্রামপুর/ন্যাভেলিম থেকে গিয়ে করাচিতে কাজ করতেন।[২] তিনি করাচির সেইন্ট প্যাট্রিক হাই স্কুল, ম্যাঙ্গালরের সেইন্ট জোসেফ'স সেমিনারি এবং শ্রীলঙ্কার ক্যান্ডির পন্টিফিশিয়াল সেমিনারিতে অধ্যয়ন করেন।[২] এখানে তিনি ডক্টরেট অব থিওলজি অর্জন করেন। ১৯২৬ খ্রিস্টাব্দের ৩ অক্টোবর তাকে পাদ্রি হিসেবে স্বীকৃতি দেয়া হয়।[৩] গ্রাসিয়াস পরবর্তীতে ১৯২৭ খ্রিস্টাব্দের নভেম্বর পর্যন্ত বান্দ্রায় পাস্তর হিসেবে ছিলেন। এরপর তিনি রোমের পন্টিফিশিয়াল গ্রেগোরিয়ান ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন। ১৯২৯ খ্রিস্টাব্দে আর্চবিশপ জোয়াকিম লিমা এসজে এবং বোম্বের ডায়োসিজান চ্যান্সেলরের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন।[২] তিনি একজন ধর্মপ্রচারক এবং পাস্তর; এবং ১৯৪১ খ্রিস্টাব্দের ডিসেম্বরে মুম্বাইয়ের হোলি নেইম ক্যাথেড্রালের প্রথম রেক্টর হিসেবে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।
ক্যাথলিক চার্চ উপাধি | ||
---|---|---|
পূর্বসূরী থমাস রবার্টস এসজে |
বোম্বের আর্চবিশপ ১৯৫০–১৯৭৮ |
উত্তরসূরী সাইমন পিমেন্টা |