মঙ্গল | |
---|---|
আগ্রাসনের দেবতা, মঙ্গল গ্রহ | |
নবগ্রহ গোষ্ঠীর সদস্য | |
মঙ্গল তার বাহন ভেড়াতে চড়ে আছেন। | |
দেবনাগরী | मंगल |
অন্তর্ভুক্তি | গ্রহ, দেবী |
আবাস | মঙ্গললোক |
গ্রহ | মঙ্গল গ্রহ |
মন্ত্র | ওঁ অঙ্গরাকায় নমঃ |
দিবস | মঙ্গলবার |
রঙ | লাল |
বাহন | রাম |
ব্যক্তিগত তথ্য | |
মাতাপিতা |
মঙ্গল (সংস্কৃত: मङ्गल; তামিল: செவ்வாய்; কন্নড়: ಮಂಗಳ; তেলুগু: మంగళ) হলেন ভূদেবী ও বরাহদেবের পুত্র৷[১] হিন্দু গ্রন্থ মতে তিনি মঙ্গল দোষের প্রভু।[২]
তিনি যুদ্ধ ও অকৃতদারের দেবতা এবং অবিবাহিত। কখনো কখনো মঙ্গলকে দেবতা কার্তিকের সাথে তুলনা করা হয়।তাঁর[২] দেহে বিজয় এবং গর্বের চিহ্ন বর্তমান। তার চতুর্বাহু। সপ্তাহের একটি দিনের নাম মঙ্গলবার, এটি মঙ্গল গ্রহের নামে রাখা হয়েছে, এর সাথে মঙ্গল দেবতার কোন সংশ্লিষ্টতা নেই।
পৌরাণিক মতে তিনি ভূদেবী ও বরাহ অবতারে এর সন্তান । তার জন্ম হয়েছে ভূদেবী ও বরাহ দেবের বিবাহের ফলে। তার গায়ের রং রক্তবর্ণ বা অগ্নিবর্ণ। তার বাহন ভেড়া।[২][৩]