মদন লাল ধিংড়া | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ১৭ আগস্ট ১৯০৯ Pentonville Prison, লন্ডন, ব্রিটেন | (বয়স ২৫)
প্রতিষ্ঠান | India House |
আন্দোলন | ভারতের স্বাধীনতা আন্দোলন |
মদন লাল ধিংড়া, (পাঞ্জাবি ভাষাঃ ਮਦਨਲਾਲ ਧੀਂਗੜਾ; ১৮ সেপ্টেম্বর ১৮৮৩ - ১৭ আগস্ট, ১৯০৯) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম বিশেষ ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।[১] যখন ইংল্যান্ডে লেখাপড়া করছিলেন ১ জুলাই ১৯০৯ তারিখে লণ্ডনের জাহাঙ্গীর হলে তিনি কার্জন উইলিকে গুলি করে হত্যা করেছিলেন।[২] এই অপরাধে তাকে ১৭ আগস্ট ১৯০৯ সালে ব্রিটেনের পেন্টনভেলি জেলে ফাঁসি দিয়ে হত্যা করা হয়।[৩]
অনুশীলন সমিতি |
---|
প্রভাব |
অনুশীলন সমিতি |
উল্লেখযোগ্য ঘটনা |
সম্পর্কিত প্রসঙ্গ |