মাওলানা, ডক্টর মনজুর আহমদ মেঙ্গল | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৯৬২ |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | পাকিস্তানি |
যুগ | আধুনিক |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
রাজনৈতিক দল | জমিয়ত উলামায়ে ইসলাম (ফ) |
প্রধান আগ্রহ | হাদীস, ফিকহ, লেখালেখি, তাসাউফ |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
![]() |
ড. মনজুর আহমদ মেঙ্গল (জন্ম: ১৯৬২) একজন পাকিস্তানি দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও ধর্মীয় বক্তা। তিনি জামিয়া সিদ্দিকীয়ার অধ্যক্ষ, জমিয়ত উলামায়ে ইসলামের (ফ) ও আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা এবং দারুল উলুম করাচির সাবেক শায়খুল হাদিস[ক]।[১][২][৩]
মেঙ্গল ১৯৬২ সালে খুজদার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি একটি সরকারি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। ১৯৭৩ সালে ভর্তি হন গ্রামের একটি মাদ্রাসায়। ১৯৭৯ সালে তিনি তান্দো মুহাম্মাদ খানে চলে যান এবং দারুল উলূম মুহাম্মদিয়া মাদ্রাসায় ভর্তি হন। পরে তিনি জামিয়া ফারুকিয়ায় ভর্তি হন। শিক্ষা সমাপ্তির পর তিনি হাদিসের অধ্যাপনার সাথে জড়িত হন। তিনি জামিয়া ফারুকিয়ায় ২৮ বছর ইমামের দায়িত্ব পালন করেছেন। তিনি নিজামুদ্দিন শামজাইর তত্ত্বাবধানে তান্দো জাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেছেন। তিনি দেড় মাসে সৌদি আরবে সহিহ বুখারী মুখস্থ করেছিলেন। বালুচি, ব্রাহুই, পশতু, উর্দু, আরবী, ফারসি সহ কয়েকটি ভাষায় তার দক্ষতা রয়েছে। তাকে বেশ কয়েকবার হত্যাচেষ্টা করা হয়েছে। [৪][৫][৬]
তার উল্লেখযোগ্য শিক্ষক: