মনিজেহ হেকমত ( ফার্সি : منیژه حکمت) একজন ইরানিচলচ্চিত্র পরিচালক । ১৯৬২ সালের ২রা মার্চ ইরাকের আরকে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৮০ সাল থেকে তিনি সহকারী পরিচালক এবং প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে ২৫ টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ২০০২ সালে তিনি তার প্রথম ফিচার ফিল্ম উইমেন্স প্রিজন ( জেন্ডন-ই জ্যানন ) পরিচালনা করেছিলেন। এই চলচ্চিত্রটি ৮০টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে এবং সাতটি পুরস্কার পেয়েছে। ২০০৭ সালে নির্মিত থ্রি উইমেন ( সেহ জান ) হেকমতের দ্বিতীয় ফিচার ফিল্ম। [১] হেকমত পাঁচটি উল্লেখযোগ্য চলচ্চিত্র প্রযোজনা করেছেন যার মধ্যে রয়েছে পুরস্কারপ্রাপ্ত ফিচার ফিল্ম দ্য গার্ল ইন দ্য স্নিকার্স এবং এ বাঞ্চ অফ গ্রাস ।এবাঞ্চ অফ গ্রাস ইরানি কুর্দিস্তানে নির্মিত এবং জার্মানি দ্বারা প্রযোজিত। [২] তার ২০১৮ সালের সিনেমা, দ্য ওল্ড রোডে, হেকমত নারীর প্রতি সহিংসতার সামাজিক সমস্যার কথা বলেছেন। [৩]
হেকমত চলচ্চিত্র পরিচালক জামশিদ আহঙ্গারনিকে বিয়ে করেছেন। তাদের মেয়ে পেগাহ্হ আহঙ্গারনি একজন চলচ্চিত্র অভিনেত্রী।
আলিসা সাইমন, মনিজেহ হেকমত এবং মহিলাদের কারাগার, চলচ্চিত্রের অনুভূতি, অক্টোবর 2002, [৩] ।
মহিলাদের কারাগার: মনিজেহ হেকমতের একটি চলচ্চিত্র - ইরান, 2002 (106 মিনিট), দ্য গ্লোবাল ফিল্ম ইনিশিয়েটিভ, [৪]ওয়েব্যাক মেশিনেআর্কাইভকৃত ৩০ জানুয়ারি ২০২০ তারিখে ।
সিনা সা'দী, বন্দী ও কারা অফিসার উভয়ই ভিকটিম ( Zendāni va Zendānbān har do Ghorbāni ), ফার্সি, বিবিসি ফার্সি, 7 সেপ্টেম্বর 2002, [৫] ।
আলিসা সাইমন, তিন মহিলা - সেহ জান (ইরান), বৈচিত্র্য, উৎসব পর্যালোচনা, বুধবার, ফেব্রুয়ারি 20, 2008, [৬] ।
3 নারী - সে জান, আফি ফেস্ট, অক্টোবর 30 - নভেম্বর 9, 2008, [৭] ।