মমতা কুলকার্নি | |
---|---|
জন্ম | [১] মুম্বাই, ভারত | ২০ এপ্রিল ১৯৭২
পেশা | অভিনেত্রী, মডেল |
কর্মজীবন | ১৯৯১–২০০২ |
দাম্পত্য সঙ্গী | বিক্রম গোস্বামী |
মমতা কুলকার্নি একজন বলিউড থেকে অবসর নেওয়া জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী। মমতার বেশ কিছু বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করা চলচ্চিত্র রয়েছে; যেমন: আশিক আওয়ারা (১৯৯৩), ওয়াক্ত হামারা হ্যায় (১৯৯৩), ক্রান্তিবীর (১৯৯৪), করণ অর্জুন (১৯৯৫), সবসে বড়া খিলাড়ি (১৯৯৫), বাজি (১৯৯৫), চায়না গেট (১৯৯৮), বেকাবু (১৯৯৫), এবং ছুপা রুস্তম: আ মিউজিক্যাল থ্রিলার (২০০১)। ১৯৯৩ সালের আশিক আওয়ারা চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। উক্ত সুপারহিট চলচ্চিত্রে তিনি সাইফ আলী খানের সাথে জুটিবদ্ধ হয়েছিলেন। রাকেশ রোশন পরিচালিত তার অন্য আরেকটি ব্লকবাস্টার চলচ্চিত্র করণ অর্জুন (১৯৯৫)-এ তিনি সালমান খানের বিপরীতে অভিনয় করেন। তিনি কাভি তুম কাভি হাম চলচ্চিত্রে সর্বশেষ অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন ত্যাগ করেন। ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান বিগ বস ৭ এর প্রতিযোগী হিসেবে মমতাকে আমন্ত্রণ জানানো হলে তিনি তা প্রত্যাখ্যান করেন।[২]
মমতা কুলকার্নি ১৯৭২ সালের ২০ এপ্রিল একটি মারাঠী পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের দুই বোন মিথিলা ও মলিনা।
১৯৯৩ সালে স্টারডাস্ট ম্যাগাজিনে টপলেস পেইন্টিং প্রকাশের পর তিনি বেশ বিতর্কিত হয়েছিলেন। ২০১৩ সালে তিনি বিক্রম গোস্বামীকে বিয়ে করেন।[৩]
বছর | শিরোনাম | ভূমিকা | অন্য নোট |
---|---|---|---|
২০০২ | কাভি তুম কাভি হাম | সুমনা শ্রীবাস্তব | |
২০০২ | ডিভাই টেম্পল খাজুরাহ | রাজেশ্বরী | |
২০০১ | ছুপা রুস্তম: এ মিউজিক্যাল থ্রিলার | সন্ধ্যা | |
২০০১ | সেন্সর | নিশা | |
১৯৯৮ | কিলা | নীতা | |
১৯৯৮ | জানে জিগার | মীনু | |
১৯৯৮ | চায়না গেট | সন্ধ্যা রাজন | |
১৯৯৭ | ক্রান্তিকারী | ||
১৯৯৭ | জীবন যুদ্ধ | কাজল চৌধুরী | |
১৯৯৭ | নসিব | পূজা | |
১৯৯৬ | ঘাতক: লেথাল | কই জায়া তো লে আয়ে গানে নাচিয়ে | |
১৯৯৬ | বেকাবু | রেশমি কাপুর | |
১৯৯৬ | রাজা অর রঙ্গিলী | ||
১৯৯৫ | সবসে বড়া খিলাড়ি | সুনিতা দাস | |
১৯৯৫ | বাজি | সানজানা রায়, সাংবাদিক | |
১৯৯৫ | অহংকার | নায়না | |
১৯৯৫ | আন্দোলন | গুড্ডি | |
১৯৯৫ | করণ অর্জুন | বিন্দিয়া | |
১৯৯৫ | কিসমত | ||
১৯৯৫ | পুলিশওয়ালা গুন্ডা | ||
১৯৯৪ | বড়ে ইরাদা | নিকিতা শেখরি | |
১৯৯৪ | দিলবার | প্রিয়া বর্মা | |
১৯৯৪ | গ্যাংস্টার | ||
১৯৯৪ | বেতাজ বাদশাহ | তেজাসউইনি / গুড়িয়া | |
১৯৯৪ | আনোখা প্রেমযুদ্ধ | প্রীতি | |
১৯৯৪ | ক্রান্তিবীর | মমতা | |
১৯৯৩ | ওয়াক্ত হামারা হ্যায় | মমতা ভিদ্রহী | |
১৯৯৩ | ভূকম্প | ||
১৯৯৩ | আশিক আওয়ারা | ||
১৯৯৩ | অশান্ত | সোনালী | |
১৯৯২ | মেরা দিল তেরে লিয়ে | ||
১৯৯২ | তিরাঙ্গা | সন্ধ্যা |