মল্লিকার্জুন মন্দির | |
---|---|
হিন্দু মন্দির | |
দেশ | ভারত |
রাজ্য | কর্ণাটক |
জেলা | বেল্লারী জেলা |
মল্লিকার্জুন মন্দির হল ভারতের কর্ণাটক রাজ্যের বেল্লারী জেলার কুরুবত্তি শহরে অবস্থিত একটি হিন্দু মন্দির। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর গোড়ার দিকে পশ্চিম চালুক্য সম্রাট কর্তৃক এটি নির্মিত হয়।[১] মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক জাতীয় গুরুত্ববাহী স্মারক হিসেবে সংরক্ষিত।[২]
শিল্প ইতিহাসবিদ অজয় সিনহা কুরুবত্তি শৈলীটিকে একটি তৃতীয় ধারা (প্রথম দু’টি হল লক্কুণ্ডী ও ইতগী ধারা) হিসেবে চিহ্নিত করেছেন। শৈল্পিক অতি-সূক্ষ্মতা না থাকলেও তিনি মন্দিরটিকে “রাজকীয়” বলেই উল্লেখ করেছে। মন্দিরটি নির্মিত হয়েছে সোপস্টোনে।[৩][৪] সিনহার মতে, মন্দিরে ১০৯৯ খ্রিস্টাব্দে উৎকীর্ণ একটি শিলালিপিতে উল্লিখিত হয়েছে মন্দিরটি দেবতা “অভিনব সোমেশ্বর”-এর সেবার জন্য উৎসর্গিত হয় এবং মন্দিরের নামকরণও করা হয় “অহবমল্লেশ্বর”। তাঁর মতে দুই নামই চালুক্য রাজা প্রথম সোমেশ্বরের দ্যোতক, যিনি ১০৬২ খ্রিস্টাব্দে কুরুবত্তিতে স্বেচ্ছায় ধর্মীয় রীতি মেনে আত্মহত্যা করেছিলেন। সিনহার মতে, মন্দিরটি নির্মিত হয়েছিল ১০৭০ থেকে ১১০০ সালের মধ্যবর্তী কোনও এক সময়ে। প্রথম সোমেশ্বরের স্মৃতিতে তাঁরই উত্তরসূরি ষষ্ঠ বিক্রমাদিত্য মন্দিরটি নির্মাণ করেন।[৪]