মাউয়েস | |
---|---|
ইন্দো-সিথিয় শাসক | |
রাজত্ব | ৮৫-৬০ খ্রিস্টপূর্বাব্দ |
পূর্বসূরি | আর্খেবিওস দিকাইওস নিকেফোরোস (ইন্দো-গ্রিক) |
উত্তরসূরি | তেলেফোস ইউয়ের্গেতেস (ইন্দো-গ্রিক) দ্বিতীয় আপোল্লোদোতোস (ইন্দো-গ্রিক) ভোনোনেস |
সঙ্গী | মাখেনে |
দাম্পত্য সঙ্গী | মাখেনে |
মাউয়েস (গ্রিক: Μαύης) বা মোগ বা মোঅ[১] একজন ইন্দো-সিথিয় শাসক ছিলেন, যিনি ইন্দো-গ্রিক রাজ্য আক্রমণ করে আনুমানিক ৮৫ খ্রিস্টপূর্বাব্দ হতে ৬৫ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত আরাখোশিয়া ও পাঞ্জাব অঞ্চল শাসন করেন।
মাউয়েস একজন ইন্দো-সিথিয় শাসক হলেও ইন্দো-গ্রিক সংস্কৃতি অনুসারে তিনি দ্বিভাষী মুদ্রা প্রচলন করেন, যার এক পিঠে গ্রিক লিপিতে বাসিলেওস বাসিলেওন মেগালোউ মাউওউ (গ্রিক: ΒΑΣΙΛΕΩΣ ΒΑΣΙΛΕΩΝ ΜΕΓΑΛΟΥ ΜΑΥΟΥ) এবং অপর পিঠে খরোষ্ঠী লিপিতে রাজাতিরাজস মহতস মোঅস উৎকীর্ণ রয়েছে। তিনি তার বিভিন্ন মুদ্রায় জিউস, নিকে প্রভৃতি গ্রিক ও বলরাম প্রভৃতি ভারতীয় পৌরাণিক চরিত্রের মূর্তি খোদাই করান। তার একটি মুদ্রায় মাখেনে নামক রাণীর উল্লেখ রয়েছে, যিনি সম্ভবতঃ ইন্দো-গ্রিক রাজবংশের কন্যা হয়ে থাকবেন।[২]
মাউয়েস
| ||
রাজত্বকাল শিরোনাম | ||
---|---|---|
পূর্বসূরী আর্খেবিওস দিকাইওস নিকেফোরোস (ইন্দো-গ্রিক রাজা) (আরাখোশিয়া, পাঞ্জাব) |
ইন্দো-সিথিয় শাসক (আরাখোশিয়া, পাঞ্জাব) ৮৫-৬৫ খ্রিস্টপূর্বাব্দ |
উত্তরসূরী দ্বিতীয় আপোল্লোদোতোস (ইন্দো-গ্রিক রাজা) (পাঞ্জাব) |
উত্তরসূরী তেলেফোস ইউয়ের্গেতেস (ইন্দো-গ্রিক রাজা) (আরাখোশিয়া) | ||
উত্তরসূরী ভোনোনেস |