মাগুরা | |
---|---|
শহর | |
বাংলাদেশে মাগুরা শহরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১০′১৭″ উত্তর ৮৯°৩০′৩৯″ পূর্ব / ২৩.১৭১৩৪৬° উত্তর ৮৯.৫১০৯৫০° পূর্ব | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | মাগুরা জেলা |
উপজেলা | মাগুরা সদর উপজেলা |
মহকুমা শহর | ১৮৪৫ |
পৌরশহর | ১৯৭২ |
জেলা শহর | ১লা মার্চ ১৯৮৪ |
সরকার | |
• ধরন | পৌরসভা |
• শাসক | মাগুরা পৌরসভা |
• পৌরমেয়র | মোঃ খুরশিদ হায়দার টুটুল [১] |
আয়তন | |
• মোট | ৪৪.৩৬ বর্গকিমি (১৭.১৩ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ১,১৪,০৫৪ |
• জনঘনত্ব | ২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+৬) |
মাগুরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাগুরা জেলার নবগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি মাগুরা জেলা এবং মাগুরা সদর উপজেলার সদর। এটি খুলনা বিভাগের খুলনা, কুষ্টিয়া, যশোর পরে ৪র্থ বৃহত্তম শহর। এটি মাগুরা জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর।আয়তনে এটি খুলনা বিভাগের সবচেয়ে বড় পৌরসভা। শহরটির সবচেয়ে নিকটবর্তী আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দর যথাক্রমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং যশোর বিমানবন্দর। বিভাগীয় শহর খুলনা থেকে মাগুরা শহরের দূরত্ব ৭৭ কি.মি.।[২]
মাগুরা শহরের মোট জনসংখ্যা ১,১৪,০৫৪ জন যার মধ্যে ৫৮,০৯৮ জন পুরুষ এবং ৫৬,৯৫৬ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ১০২:১০০।
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩°২৯′০৮″ উত্তর ৮৯°২৫′১১″ পূর্ব / ২৩.৪৮৫৪৬৫৫° উত্তর ৮৯.৪১৯৮৩০৫° পূর্ব।[৩] সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ১২.১৯ মিটার।[৪]
১৯৭২ সালে মাগুরা শহরের নাগরিকদের সেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে মাগুরা পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা (পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৬১টি মহল্লায় বিভক্ত । ৪৪.৩৬ বর্গ কি.মি. আয়তনের মাগুরা শহর এলাকাটি মাগুরা পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৫]
মাগুরা শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৬৬.০০% । বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত শহরও এটি। মাগুরার সবচেয়ে পুরাতন শিক্ষাপ্রতিষ্ঠানের নাম মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়।