ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১৯ আগস্ট ১৯৮৯ | ||
জন্ম স্থান | লোভিচ, পোল্যান্ড | ||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় / রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | লকোমটিভ মস্কো | ||
জার্সি নম্বর | ৩১ | ||
যুব পর্যায় | |||
পেলিকান লোভিচ | |||
২০০৬–২০০৭ | এমএসপি জামুতুয়ে | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৭–২০১২ | লেগিয়া ওয়ারশ | ১০২ | (১৩) |
২০১২–২০১৬ | তেরেক গ্রজনে | ১০১ | (১৯) |
২০১৬–২০১৭ | লিয়োনে | ১৯ | (০) |
২০১৭– | লকোমটিভ মস্কো | ১৬ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৮ | পোল্যান্ড অনূর্ধ্ব-১৯ | ১ | (০) |
২০০৮–২০০৯ | পোল্যান্ড অনূর্ধ্ব-২১ | ৯ | (২) |
২০০৯– | পোল্যান্ড | ৪৯ | (২) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক। |
মাচেই রেবুস (Polish pronunciation: [ˈmat͡ɕɛj ˈrɨbus]; জন্ম: ১৯ আগস্ট ১৯৮৯) হলেন একজন পোলিশ ফুটবলার, যিনি রাশিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব লকোমটিভ মস্কো এবং পোল্যান্ড জাতীয় দলে একজন মধ্যমাঠের খেলোয়াড় কিংবা রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
রেবুস পেলিকান লোভিচে খেলার মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৬ সালে গ্রীষ্মে তিনি এমএসপি জামুতুয়ে-এ যোগদান করেন, যেখানে তিনি মাত্র এক মৌসুম অতিবাহিত করেন। অতঃপর তিনি লেগিয়া ওয়ারশর অধীনে অনুশীলন করেন। তিনি ২০০৭ সালের ১৫ নভেম্বর তারিখে, লেগিয়া ওয়ারশর হয়ে অভিষেক করেন।
# | তারিখ | ভেন্যু | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা |
---|---|---|---|---|---|---|
১. | ১৮ নভেম্বর ২০০৯ | বিদগস্ট, পোল্যান্ড | কানাডা | প্রীতি ম্যাচ | ||
২. | ৪ জুন ২০১৩ | ক্রাকুভ, পোল্যান্ড | লিশটেনস্টাইন | প্রীতি ম্যাচ |
উইকিমিডিয়া কমন্সে মাচেই রেবুস সম্পর্কিত মিডিয়া দেখুন।