Mazhar Khan | |
---|---|
জন্ম | ১৯৫২[১] অথবা ১৯৫৩[২] |
মৃত্যু | ১৬ সেপ্টেম্বর ১৯৯৮[১][২] |
পেশা | অভিনেতা, পরিচালক |
দাম্পত্য সঙ্গী | রুবাইনা জিনাত আমান |
সন্তান | ৩ |
মাজহার খান (মৃত্যু: ১৬ সেপ্টেম্বর ১৯৯৮) ছিলেন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক।
মাজহার ১৯৭৯ সালের চলচ্চিত্র সম্পর্কে অভিনয়ের মাধ্যমে বলিউড চলচ্চিত্র অঙ্গনে আত্মপ্রকাশ করেন। তিনি ১৯৮০ সালের চলচ্চিত্র শান এ অভিনয়ের সুবাদে সুপরিচিত, যেটি রমেশ সিপ্পি পরিচালনা করেছিলেন এবং অমিতাভ বচ্চন এবং শশী কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
খান দিলীপ কুমারের ভাগ্নে রুবাইনার সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হয়েছিলেন, বিবাহিত জীবনে এই দম্পতির একটি ছেলে সন্তান ছিল। তার সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি বিয়ে করেন অভিনেত্রী জীনাত আমানকে, যিনি তার থেকে ১০ বছরের বেশি বয়সী ছিলেন, এখানে ২জন ছেলে সন্তান ছিল। মাজহার ১৬ সেপ্টেম্বর ১৯৯৮ তারিখে মৃত্যুবরণ করেন।[১]