ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ১০ নভেম্বর ১৯৯২ | ||
জন্ম স্থান | লাতিনা, ইতালি | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | জেনোয়া | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
২০০৫-০৬ | এ. এস. ডি. প্রো চিসতারনা | ||
২০০৭-০৮ | পিসতোইসি | ||
২০০৮–২০১০ | জেনোয়া | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০– | জেনোয়া | ১৮ | (০) |
২০১১-২০১২ | → পাদোভা (ধার) | ২৫ | (০) |
২০১২-২০১৩ | → পেসকারা (ধার) | ২৯ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৯ | ইতালি অনূর্ধ্ব ১৭ | ১২ | (০) |
২০০৯ | ইতালি অনূর্ধ্ব ১৮ | ৪ | (০) |
২০০৯-২০১০ | ইতালি অনূর্ধ্ব ১৯ | ৬ | (০) |
২০১১– | ইতালি অনূর্ধ্ব ২০ | ২ | (০) |
20১০– | ইতালি অনূর্ধ্ব ২১ | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২২ ডিসেম্বর ২০১৩ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২ মার্চ ২০১৩ তারিখ অনুযায়ী সঠিক। |
মাত্যিয়া পেরিন একজন ইতালীয় ফুটবলার। তিনি সিরি আ-তে জেনোয়া-র গোলরক্ষক হিসেবে খেলেন। ইতালীয় ফুটবলের তরুণ প্রতিভা হিসেবে বিবেচিত। বিখ্যাত ইতালীয় গোলরক্ষক দিনো জফের মতে তিনি পরবর্তী জিয়ানলুইজি বুফন হতে যাচ্ছেন।
জেনোয়া যুব অ্যাকাডেমিতে ফুটবল জীবন শুরু করেন। ২০১১ সালের ২২ মে জেনোয়ার হয়ে চেসেনার বিরুদ্ধে তার সিরি-আ অভিষেক হয়।[১] মাঝে দুই বছর যথাক্রমে পাদোভা ও পেসকারাতে ধারে খেলে বর্তমানে আবার জেনোয়ার হয়ে খেলছেন।
ইতালী অনূর্ধ্ব ১৭,১৮,১৯,২০ ও ২১ দলের হয়ে খেলেছেন। ২০১২ সালের ১৫ আগস্ট বার্নে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ইতালী জাতীয় দলে প্রথম ডাক পান।