মাফিয়া ২ | |
---|---|
নির্মাতা | ২কে চেক মেসিব বিয়ার স্টুডিওস[১] ফেরাল ইন্টার্যাক্টিভ (ম্যাক ওএস)[২] |
প্রকাশক | ২কে গেমস্ ১সি কোম্পানি ফেরাল ইন্টার্যাক্টিভ (ম্যাক ওএস)[২] Connect2Media (mobile)[৩] |
নকশাকার | ড্যানিয়েল ভাভ্রা পাভেল ব্র্যাক |
রচয়িতা | মটুস সিরকি এডাম কুরুক |
ক্রম | Mafia |
ইঞ্জিন | ইলুয়েসন ইঞ্জিন ফিসএক্স |
ভিত্তিমঞ্চ | মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০ |
মুক্তি | ২৪ আগস্ট ২০১০ (উত্তর আমেরিকা) ২৬ আগস্ট (অস্ট্রালেশিয়া) ২৭ আগস্ট (ইউরোপ) [৪] |
ধরন | থার্ড পার্সন সুটার, অ্যাকশান-এডভেঞ্চার |
কার্যপদ্ধতি | সিঙ্গেল-প্লেয়ার |
মাফিয়া ২ (ইংরেজি: Mafia 2, Mafia II) অ্যাকশান-এডভেঞ্চার ভিডিও গেম যা পূর্বের মাফিয়া: দ্যা সিটি অফ লস্ট হেভেনের পর্ব। এর নির্মাতা ২কে চেক যা ইলুয়েসন সফটওয়ার্ক নামে ছিল। এবং প্রকাশক ২কে গেমস্। মূলত এটি ঘোষণা করা হয়েছিল ২০০৭ সালে লেপিযিং গেমস কনভেনশনে। ২০১০-এর আগস্টে এটি মাইক্রোসফট উইন্ডোজ, প্লেস্টেশন ৩, এক্স বক্স ৩৬০তে মুক্তি পায়[৪][৫]।ম্যাক ওএসেরটি মুক্তি পায় ডিসেম্বর ২০১১-তে ফেরাল ইন্টার্যাক্টিভ কর্তৃক[২]। কানেক্ট২মিডিয়া কর্তৃক ২০১০ সালে এই গেমের মোবাইল ভার্সন বের হয় ২০১০ সালে[৬]।
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)