মারিয়া নারদেল্লি

মারিয়া নারদেল্লি
ব্যক্তিগত তথ্য
জাতীয়তাইতালীয়
জন্ম (1954-05-09) ৯ মে ১৯৫৪ (বয়স ৭০)
তারান্তো, ইতালি
ক্রীড়া
দেশ ইতালি
ক্রীড়াপ্যারা টেবিল টেনিস
ক্লাবপলিস্পোর্তিভা আন্দিকাপাতি ফিরেন্সে
প্রশিক্ষকআলেসসান্দ্রো আরচিলি
পদকের তথ্য
নারীদের প্যারা টেবিল টেনিস
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
প্যারালিম্পিক গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৯২ বার্সেলোনা একক উন্মুক্ত ১-৫
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৯২ বার্সেলোনা দলীয় শ্রেণী ৫
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৯৬ আটলান্টা একক শ্রেণী ৫
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৯০ আসেন একক উন্মুক্ত ৩
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৯৪ স্টোক ম্যান্ডেভিলি দলীয় শ্রেণী ৩

মারিয়া নারদেল্লি (জন্ম:৯ মে ১৯৫৪) হলেন একজন ইতালীয় প্যারা টেবিল টেনিস খেলোয়াড়, যিনি তিনটি প্যারালিম্পিক পদক জিতেছেন।

নারদেল্লি ১৯৫৪ সালের ৯ মে ইতালির তারান্তোয় জন্মগ্রহণ করেন। তিনি পোলিও রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হন।[]

মারিয়া নারদেল্লি ১৯৯২ সালে বার্সেলোনায় অনুষ্ঠিত গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে একক ও দলীয় বিভাগে যথাক্রমে একটি ব্রোঞ্জ ও একটি রৌপ্য পদক দিতেন। ১৯৯৬ আটলান্টা প্যারালিম্পিক গেমসে পুনরায় একটি রৌপ্য পদক জিতেছিলেন। এরপর ২০০৪, ২০০৮, ২০১২ গেমসে অংশগ্রহণ করলেও কোন পদক জিততে পারেননি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Nardelli Maria"। paralympic.org। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১২