ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মার্কুস লিলিয়ঁ তুরাম-উলিয়াঁ | ||
জন্ম | ৬ আগস্ট ১৯৯৭ | ||
জন্ম স্থান | পারমা, ইতালি | ||
উচ্চতা | ১.৯২ মিটার (৬ ফুট ৩+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইন্টার মিলান | ||
জার্সি নম্বর | ৯ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১২, ২২ ফেব্রুয়ারী ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মার্কুস লিলিয়ঁ তুরাম-উলিয়াঁ (ফরাসি: Marcus Thuram, ফরাসি উচ্চারণ: [maʁkˈy tyʁˈam]; জন্ম: ৬ আগস্ট ১৯৯৭; মার্কুস তুরাম নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৪ সালে, তুরাম ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
মার্কুস লিলিয়ঁ তুরাম-উলিয়াঁ ১৯৯৭ সালের ৬ই আগস্ট তারিখে ইতালির পারমায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তুরাম কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২০২২ সালের ৯ই নভেম্বর তারিখে ঘোষিত ফ্রান্সের ২৫ সদস্যের চূড়ান্ত দলে স্থান না পাননি,[১][২] তবে ৫ দিন পর তাকে দলে অন্তর্ভুক্ত করে ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।[৩][৪]
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
ফ্রান্স | ২০২০ | ৩ | ০ |
২০২১ | ১ | ০ | |
২০২২ | ১ | ০ | |
সর্বমোট | ৫ | ০ |
ফরাসি ফুটবল সম্পর্কিত জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |