মার্গো সাবান ভারতে উৎপাদিত একটি জনপ্রিয় ব্র্যান্ড সাবান। সাবানটির মূল উপাদান হিসাবে নিমের নির্যাস রয়েছে।[১] সাবানটি ক্যালকাটা কেমিক্যাল কোম্পানি থেকে উৎপাদিত হয়।[২] প্রতিষ্ঠাতা খগেন্দ্র চন্দ্র দাশের পরিচালনায় ১৯২০ খ্রিস্টাব্দে এটি প্রথম বাজারে আসে।[৩] ১৯৮৮ খ্রিস্টাব্দে সাবানটি ভারতের শীর্ষ পাঁচটি বিক্রিত ব্র্যান্ডগুলির মধ্যে ছিল, যার বাজারের শেয়ারের পরিমাণ ছিল ৮.৯ শতাংশ।[৪] ২০০১ খ্রিস্টাব্দে এই সাবান ৭৫ কোটি লাভ করে এবং হেঁকেল-এসপিআইসি এর তত্বাবধানে চলে যায়।[৫] ২০০৩ খ্রিস্টাব্দে এই ব্র্যান্ডটি নতুনভাবে সাবান বাজারে আনে এবং ভারতের প্রিমিয়াম-সাবান সেগমেন্টের প্রায় ২ শতাংশ বাজার অর্জন করে।[৬]