![]() ২০২০ সালে আরবি লাইপৎসিশের হয়ে হালস্টেনবার্গ | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মার্সেল হালস্টেনবার্গ | ||
জন্ম | ২৭ সেপ্টেম্বর ১৯৯১ | ||
জন্ম স্থান | লাৎসেন, জার্মানি | ||
উচ্চতা | ১.৮৮ মিটার (৬ ফুট ২ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | আরবি লাইপৎসিশ | ||
জার্সি নম্বর | ২৩ | ||
যুব পর্যায় | |||
–১৯৯৯ | জার্মানিয়া গ্রাসডর্ফ | ||
১৯৯৯–২০১০ | হানোফার ৯৬ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১০–২০১১ | হানোফার ৯৬ ২ | ১৯ | (০) |
২০১১–২০১৩ | বরুসিয়া ডর্টমুন্ড ২ | ৬৮ | (৬) |
২০১৩–২০১৫ | জাংকট পাওলি | ৫৪ | (৬) |
২০১৫– | আরবি লাইপৎসিশ | ১৪৯ | (১২) |
জাতীয় দল‡ | |||
২০১৭– | জার্মানি | ৮ | (১) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৪৩, ২৭ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৪৩, ২৭ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মার্সেল হালস্টেনবার্গ (জার্মান: Marcel Halstenberg; জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯৯১) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়।[২] তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর বুন্দেসলিগার ক্লাব আরবি লাইপৎসিশ এবং জার্মানি জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[৩]
২০১৭ সালে, হালস্টেনবার্গ জার্মানির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জার্মানির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে ১টি গোল করেছেন। ব্যক্তিগতভাবে, হালস্টেনবার্গ বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮–১৯ মৌসুমে বুন্দেসলিগার মৌসুম সেরা দলে অন্তর্ভুক্তি অন্যতম।
মার্সেল হালস্টেনবার্গ ১৯৯১ সালের ২৭শে সেপ্টেম্বর তারিখে জার্মানির লাৎসেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।