মালদা সদর মহকুমা Malda Sadar Subdivision | |
---|---|
মহকুমা | |
পশ্চিমবঙ্গের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°০০′ উত্তর ৮৮°০৯′ পূর্ব / ২৫.০০° উত্তর ৮৮.১৫° পূর্ব | |
দেশ | ![]() |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | মালদা |
প্রধান কার্যালয় | ইংরেজ বাজার |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | ISO 3166-2:IN |
মালদা সদর মহকুমা পশ্চিমবঙ্গের মালদহ জেলার একটি মহকুমা। এই মহকুমা ইংরেজ বাজার, ওল্ড মালদা, গাজোল, বামনগোলা, হবিবপুর, মানিকচক, কালিয়াচক ১, কালিয়াচক ২,কালিয়াচক ৩ নামে নয়টি ব্লক নিয়ে গঠিত। এই নয়টি ব্লকে ৯৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর ইংরেজ বাজার।
মালদহ জেলা দুটি মহকুমায় বিভক্ত:[১]
মহকুমা | সদর | ক্ষেত্রফল কিমি2 |
জনসংখ্যা (২০১১) |
গ্রামীণ জনসংখ্যা % (২০১১) |
শহুরে জনসংখ্যা % (২০১১) |
---|---|---|---|---|---|
মালদহ সদর | ইংরেজ বাজার | ২,৫১৫.৪৩ | ২৬,৫০,৪৬৬ | ২০.২৩ | ৭৯.৭৭ |
চাঁচল | চাঁচল | ১,১৬০.৪৪ | ১৩,৩৮,৩৭৯ | ০.৪২ | ৯৯.৫৮ |
মালদহ জেলা | ইংরেজ বাজার | ৩,৭৩৩.০০ | ৩৯,৮৮,৮৪৫ | ১৩.৫৮ | ৮৬.৪২ |
মালদা সদর মহকুমার ইংরেজ বাজার, ওল্ড মালদা, গাজোল, বামনগোলা, হবিবপুর, মানিকচক, কালিয়াচক ১, কালিয়াচক ২, কালিয়াচক ৩ এই নয়টা ব্লকের অধীনে মোট ৯৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[২]
এই ব্লকের অধীনে গ্রাম পঞ্চায়েত গুলি হলো আমৃতি, বিনোদপুর, কাজিগ্রাম, মহাদিপুর, যদুপুর ১, যদুপুর ২, নারহাট্টা, ফুলবাড়ী, মিল্কি, শোভানগর, কোতয়ালী।[২] ব্লকটি ইংরেজ বাজার থানার অধীনস্থ।[৩] মালদা এই ব্লকের সদর।[৪]
পুরাতন মালদহ ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। ভবুক, মাহিসবাথানি, মুচিয়া, যাত্রাডাঙ্গা, মঙ্গলবাড়ি ও সাহাপুর।[২] এই ব্লকের অধীনে কোন শহরাঞ্চল নেই। মালদা থানার অধীনে এই ব্লকটি।[৩] এই ব্লকের সদর দপ্তর নারায়ণপুর।[৪]
গাজোল ব্লকের গ্রামীণ এলাকা ১৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। আলাল, চাকনগর, করকচ, রানিগঞ্জ -২, বৈরগাছি ১, দেওতলা, মাঝড়া, সাহজাদপুর, বৈরগাছি ২, গাজল ১, পান্ডুয়া, সালাইডাঙ্গা, বাবুপুর, গাজোল -২ এবং রানিগঞ্জ ১।[২] এই ব্লকের অধীনে কোন শহরাঞ্চল নেই। গাজল থানার অধীনে এই ব্লকটি। এই ব্লকের সদর গাজোল।[৪]
বামনগোলা ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বামনগোলা, গোবিন্দপুর-মহেশপুর, জগদলা, পাকুয়াহাট, চাঁদপুর ও মাদবতী। এই ব্লকের অধীনে কোন শহরাঞ্চল নেই। বামনগোলা থানার এই ব্লকটি কাজ করে।[৩] এই ব্লকের সদর পাকুয়াহাট।[৪]
হবিবপুর ব্লকের গ্রামীণ এলাকা ১১ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। আকতার, বুলবুলচণ্ডি, জাজাইল, ঋষিপুর, আইহো, কান্তুরকা, শ্রীরামপুর, বৈদ্যপুর, হবিবপুর এবং মঙ্গলপুর। এই ব্লকের শহরাঞ্চলে তিনটি সেন্সাস টাউন রয়েছে: কচু পুকুর, কেন্দুয়া ও আইহো। হবিবপুর থানার এই ব্লকটি কাজ করে।[৩] এই ব্লকের সদর হবিবপুর।[৪]
মানিকচক ব্লকের গ্রামীণ এলাকা ১১ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। চৌকি মিরাদপুর, এনায়েতপুর, মানিকচক, নূরপুর, দক্ষিণ চাঁদপুর, গোপালপুর, মথুরপুর, উত্তর চাঁদপুর, ধরমপুর, হরিণানন্দপুর ও নাজিরপুর।[২] এই ব্লকের অধীনে কোন শহরাঞ্চল নেই। মানিকচক থানার এই ব্লকটি কাজ করে। এই ব্লকের সদর মানিকচক।[৪]
কালিয়াচাক ১ ব্লকের গ্রামীণ এলাকা ১৪ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। আলিনগর, গয়েশবাড়ী, কালিয়াচক -২, সিলমপুর -২, আলীপুর ১, জালালপুর, মোজাম্পপুর, সুজাপুর, আলীপুর -২, জালুয়াবাধাল, নাওদা-যদুপুর, বামগ্রাম-মাশিমপুর, কালিয়াচাক ১, শালমপুর ১। এই ব্লকের অধীনে কোন শহরাঞ্চল নেই। কালিয়াচক থানার এই ব্লকে কাজ করে।[৩] এই ব্লকের সদর কালিয়াচক।[৪]
কালিয়াচক -২ ব্লকের গ্রামীণ এলাকা যেমন নয়টি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বঙ্গিতোলা, রাজনগর, উত্তর লক্ষ্মীপুর, গঙ্গপ্রসাদ, রতবাড়ী, উত্তর পঞ্চানন্দপুর -২, হামিদপুর, উত্তর পঞ্চানন্দপুর ১ এবং মোথাবাড়ি।[২] এই ব্লকের অধীনে কোন শহরাঞ্চল নেই। কালিয়াচক থানার এই ব্লকে কাজ করে।[৩] এই ব্লকের সদর মোথাবাড়ি।[৪] এই ব্লকে, ব্লক লাইভ স্টক ডেভেলপমেন্ট অফিসারদের অফিস মোতাবাড়ীতে অবস্থিত। দুটি পশু হাসপাতাল আছে - মোটাবাড়ী ব্লক পশু স্বাস্থ্য কেন্দ্র এবং পঞ্চানন্দপুর -২ জি এ অতিরিক্ত ব্লক পশু স্বাস্থ্য কেন্দ্র। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের এক ADAC রয়েছে।
কালিয়াচক ৩ ব্লকের গ্রামীণ এলাকা ১৪ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। আকন্দবাড়িয়া, ভগবানপুর, লক্ষ্মীপুর, বাখরাবাদ, চৈরিকান্তপুর, পরাদনপুর-সোভাপুর, বেদরবাড, গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর ১, কৃষ্ণপুর, সাহাবজপুর, বৈষ্ণবনগর ২, কুম্ভিরা, সাহাবানকাক।[২] এই ব্লকের অধীনে কোন শহরাঞ্চল নেই। কালিয়াচাক এবং বৈষ্ণবনগর থানার এই ব্লকটি পরিবেশন করা হয়। এই ব্লকের সদর দারিয়পুর।[৪]
পশ্চিমবঙ্গের বিধানসভা কেন্দ্রের সীমানা নির্ধারণের জন্য সীমানা নির্ধারণ কমিশনের আদেশ অনুযায়ী হবিবপুর ব্লকের অধীনে বামনগোলা ব্লক ও আটটি গ্রাম পঞ্চায়েতগুলি। আখতার, বৈদ্যপুর, বুলবুলচন্ডি, ধামপুর, হবিবপুর, জাজাইল, কান্তুরকা ও মংলপুর একসঙ্গে হবিবপুর বিধানসভা কেন্দ্র গঠন করবে। গাজল ব্লকের আওতাভুক্ত এলাকা গাজোল বিধানসভা কেন্দ্র গঠন করবে। মানিকচক ব্লক এবং ইংরেজ বাজার ব্লকের অধীনে মিল্কি, ফুলবাড়িয়া ও সোভনগরের তিনটি গ্রাম পঞ্চায়েতগুলি মানিকচক বিধানসভা কেন্দ্র গঠন করবে। ওল্ড মালদাহা ব্লক, ওল্ড মালদা পৌরসভা, ইংরেজি বাজার ব্লকের অধীনে নরহট্ট গ্রামীণ পঞ্চায়েত এবং হাবিবপুর ব্লকের অধীনে আইহো, ঋষিপুর ও শ্রীরামপুরের তিনটি গ্রাম পঞ্চায়েতগুলি একত্রে মালদ্বাহে বিধানসভা কেন্দ্র গঠন করবে। ইংরেজ বাজার মণ্ডলীর অধীনে ইংরেজবাজার পৌরসভা এবং আমৃতি, বিনোদপুর, যাদুপুর -1, যাদুপুর -২, কিজিগ্রাম, কোতোয়ালী ও মহাদিপুরের গ্রাম পঞ্চায়েতগুলি ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র গঠন করবে। কালিয়াচক ২ ব্লকের কালিয়াচক -২ ব্লক এবং আলিনগর ও কালিয়াচক -1 এর গ্রাম পঞ্চায়েতগুলি মোথাবাড়ী বিধানসভা কেন্দ্র গঠন করবে। কালিয়াচক -1 ব্লকের অধীনে অন্যান্য গ্রাম পঞ্চায়েত সুজাপুর বিধানসভা কেন্দ্র গঠন করবে। কালিয়াচক -3 ব্লকে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র গঠিত হবে। মালদ্বাহ ও গাজল আসনের জন্য নির্ধারিত সংখ্যক আসনের জন্য সংরক্ষিত থাকবে, তবে হবিবপুর আসনটি নির্ধারিত উপজাতির (এসটি) প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে। হবিবপুর, গাজোল ও মালদহ মালদা উত্তর (লোকসভা) আসনের অংশ হবে, তবে মানিকচক, ইংরেজ বাজার, মোতাবাড়ি, সুজাপুর ও বৈশাবনগর আসনগুলি মালদা দক্ষিণ (লোকসভা কেন্দ্রে) অংশ হবে।[৫]