ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | মাসুক মিয়া জনি | ||
জন্ম | ১৬ জানুয়ারি ১৯৯৮ | ||
জন্ম স্থান | মৌলভীবাজার, বাংলাদেশ | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বসুন্ধরা কিংস | ||
জার্সি নম্বর | ৭ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৬ | ঢাকা মোহামেডান | ||
২০১৭–২০১৮ | চট্টগ্রাম আবাহনী | ২০ | (০) |
২০১৮ | সাইফ | ০ | (০) |
২০১৯– | বসুন্ধরা কিংস | ৬০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | বাংলাদেশ অনূর্ধ্ব-২০ | ৪ | (২) |
২০১৮ | বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ | ৪ | (০) |
২০১৫– | বাংলাদেশ | ১৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৫:৪০, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫৮, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
মাসুক মিয়া জনি (জন্ম: ১৬ জানুয়ারি ১৯৯৮; মাসুক মিয়া নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।
২০১৫–১৬ মৌসুমে, বাংলাদেশী ক্লাব ঢাকা মোহামেডানের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ২ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০১৭–১৮ মৌসুমে তিনি চট্টগ্রাম আবাহনীতে যোগদান করেছেন। চট্টগ্রাম আবাহনীতে ১ মৌসুম অতিবাহিত করার পর সাইফের সাথে চুক্তি স্বাক্ষর করলেও একটি ম্যাচেও অংশগ্রহণ করেননি। ২০১৯–২০ মৌসুমে, তিনি সাইফ হতে বসুন্ধরা কিংসে যোগদান করেছেন।
২০১৫ সালে, জনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০১৫ সালেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দলগতভাবে, জনি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি বসুন্ধরা কিংসের হয়ে জয়লাভ করেছেন।
মাসুক মিয়া জনি ১৯৯৮ সালের ১৬ই জানুয়ারি তারিখে বাংলাদেশের মৌলভীবাজারে জন্মগ্রহণ করেছেন[তথ্যসূত্র প্রয়োজন] এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি ছিলো মারাত্মক ঝোক।
জনি বাংলাদেশ অনূর্ধ্ব-২০ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৮ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন। তিনি ২০১৫ সালের ২রা অক্টোবর তারিখে ২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।[১]
২০১৫ সালের ১২ই নভেম্বর তারিখে, মাত্র ১৭ বছর ৯ মাস ২৮ দিন বয়সে, জনি তাজিকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৫৪তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় সাখাওয়াত হোসেন রনির বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেন। ম্যাচটিতে বাংলাদেশ ৫–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[২] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে জনি মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
বাংলাদেশ | ২০১৫ | ১ | ০ |
২০১৬ | ২ | ০ | |
২০১৮ | ৭ | ০ | |
২০১৯ | ৩ | ০ | |
২০২১ | ৩ | ০ | |
সর্বমোট | ১৬ | ০ |
গোল | তারিখ | মাঠ | প্রতিপক্ষ | স্কোর | ফলাফল | প্রতিযোগিতা | সূত্র |
---|---|---|---|---|---|---|---|
১ | ২ অক্টোবর ২০১৫ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ | শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ | ২–০ | ২–০ | ২০১৬ এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব | [১] |
২ | ৪ অক্টোবর ২০১৫ | ভুটান অনূর্ধ্ব-১৯ | ১–১ | ১–১ | [৩] |