মিগ-২৯ "ফুলক্রাম" | |
---|---|
রাশিয়ান বিমান বাহিনী মিগ-২৯ | |
ধরন | Multirole fighter |
প্রস্তুতকারক | মিকোয়ান |
প্রথম যাত্রা | ৬ অক্টোবর, ১৯৭৭ |
প্রচলন | আগস্ট ১৯৮৩ |
পর্যায় | In service |
মূল ব্যবহারকারীs | রুশ বিমান বাহিনী ভারতীয় বিমানবাহিনী Ukrainian Air Force Algerian Air Force Bangladesh Air Force |
তৈরি | ১৯৮৪-বর্তমান |
তৈরির সংখ্যা | ১৬০০+[১] |
ভিন্নতা | মিগ-৩৩ মিগ-৩৫ |
মিগ-২৯ রাশিয়ার তৈরি একটি চতুর্থ প্রজন্মের জঙ্গি বিমান। নির্ভরযোগ্য কার্যক্ষমতার জন্য এর ডাকনাম রাখা হয়েছে ফালক্রাম। সত্তর দশকের প্রথম দিকে মিকোইয়ান ডিজাইন ব্যুরো এই জঙ্গি বিমানের নকশা তৈরি করে, এবং ১৯৮৩ খ্রিষ্টাব্দে তৎকালীন সোভিয়েট রাশিয়ার বিমান বাহিনী বহরে এই বিমান যুক্ত করা হয়। মিগ-২৯ একটি চতুর্থ জেনারেশনের সুপারসনিক জেট ফাইটার। এর প্রস্তুতকারক সোভিয়েত ইউনিয়ন। এটি সোভিয়েত ইউনিয়নের তৈরি জেট ফাইটার এর মধ্যে সবচেয়ে আলোচিত এবং এটিকে সোভিয়েতদের স্টেট ওফ আর্ট হিসাবে বিবেচনা করা হয়। এটি সকল প্রকার আবহাওয়ায় ব্যবহার উপযোগী। এটি ভূমিতে হামলার জন্যও উপযোগী। দীর্ঘদিন ইউরোপিয়ান কান্ট্রি গুলোর ফিয়ার ফ্যাক্টর ছিলো এই মিগ ২৯।
বাংলাদেশ বিমান বাহিনী বহরে মোট ৮ টি মিগ-২৯ আছে।[২]
1 .সংযোগ শিরোনাম[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]-the voice of Bangladesh Armed Force .
2 . আমরা বিশ্বে মাথা উঁচু করে থাকব-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দৈনিক নয়াদিগন্ত।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |