মিনীষা লাম্বা | |
---|---|
मिनीषा लाम्बा | |
জন্ম | মিনীষা লাম্বা ১৮ জানুয়ারি ১৯৮৫ |
জাতীয়তা | ভারতীয় |
অন্যান্য নাম | মিনি |
মাতৃশিক্ষায়তন | ছেত্তিনাদ বিদ্যাশ্রম স্কুল, চেন্নাই আর্মি পাবলিক স্কুল, শ্রীনগর |
পেশা | অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী |
কর্মজীবন | ২০০৫–বর্তমান |
উচ্চতা | ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) |
টেলিভিশন | অভিনয়ের তালিকা |
দাম্পত্য সঙ্গী | রায়ান থ্যাম (বি. ২০১৫) |
পিতা-মাতা |
|
পরিবার | করণবীর লাম্বা (ভাই) |
মিনীষা লাম্বা (জন্ম: ১৮ জানুয়ারি ১৯৮৫[১]) হলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি ২০০৫ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[২] তিনি ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ইয়াহান চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। তার অভিনীত চলচ্চিত্রসমূহের মধ্যে হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড (২০০৭), বাচনা এ হাসিনো (২০০৮), ওয়েল ডান আব্বা (২০০৯) এবং ভেজা ফ্রাই ২ (২০১১) উল্লেখযোগ্য।[৩] ২০১৪ সালে, তিনি কালারসে সম্প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান বিগ বস ৮-এ অংশগ্রহণ করেন, যেখানে তিনি ১৫তম স্থান অধিকার করেন।
মিনীষা লাম্বা ১৯৮৫ সালের ১৮ই জানুয়ারি তারিখে নতুন দিল্লির একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেন।[৪][৫] তার বাবা হলেন কাওয়েল লাম্বা, মা হলেন মঞ্জু লাম্বা এবং ভাই হলেন করণবীর লাম্বা।[৬] তিনি এক বছর যাবত চেন্নাইয়ের ছেত্তিনাদ বিদ্যাশ্রম স্কুল পড়াশোনা করেন এবং অতঃপর তিনি শ্রীনগরের আর্মি পাবলিক স্কুলে ভর্তি হন, যেখানে তিনি তার স্কুলের শিক্ষা সম্পন্ন করেছেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস হতে ইংরেজি (স্নাতক) বিভাগে পড়াশুনা করেন।[৭][৮]
২০১৫ সালের ৬ই জুলাই তারিখে মিনীষা তার দীর্ঘ-দিনের প্রেমিক রায়ান থ্যামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৯] রায়ান থ্যাম হচ্ছেন জুহুর একটি নাইটক্লাবের মালিক এবং পূজা বেদীর চাচাতো ভাই।[৯]
সাল | চলচ্চিত্র | চরিত্র | মন্তব্য |
---|---|---|---|
২০০৫ | ইয়াহান | আদা | |
২০০৬ | কর্পোরেট | মেঘা আপ্তে | |
রকি: দ্য রেবেল | প্রিয়া | ||
অ্যান্থনি কৌন হ্যায় | জিয়া আর শর্মা | ||
২০০৭ | হানিমুন ট্র্যাভেলস প্রাইভেট লিমিটেড | জারা | |
দশ কাহানিয়া | প্রিয়া | ||
২০০৮ | বাচনা এ হাসিনো | মাহি | |
কিডন্যাপ | সোনিয়া রায়না | ||
সৌর | কাব্য শাস্ত্রী | ||
অনামিকা | জিয়া রাও | ||
২০১০ | ওয়েল ডান আব্বা | মুসকান | |
২০১১ | ভেজা ফ্রাই ২ | রঞ্জিনী | |
হাম তুম শাবানা | শাবানা | ||
কন্ট্রাক্ট | কর্ণাটকের চলচ্চিত্র | ||
২০১২ | জোকার | সংবাদ প্রতিবেদক | বিশেষ উপস্থিতি |
২০১৩ | জিলা গাজিয়াবাদ | ফৌজির প্রেমিকা | |
হীর অ্যান্ড হিরো | মাহি | পাঞ্জাবী চলচ্চিত্র | |
ব্ল্যাক কারেন্সি | বুদ্ধিমান প্রতিনিধি | ||
২০১৪ | ডাবল দি ট্রাবল | হারলীন | পাঞ্জাবী চলচ্চিত্র |
সাল | অনুষ্ঠান | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০০৮ | ছুনা হ্যায় আসমান | কাব্য শাস্ত্রী | স্টার ওয়ান |
২০১৪ | বিগ বস ৮ | প্রতিযোগী | কালারস |
২০১৬ | কমেডি নাইটস বাঁচাও | স্বভূমিকা | |
২০১৮ | তেনালি রামা | চন্দ্রকালা | সাব টিভি |
ইন্টারনেট ওয়ালা লাভ | মাহিরা | কালারস |