মিহির কান্তি চৌধুরি | |
---|---|
জন্ম | অসম, ভারত | ২১ জুলাই ১৯৪৭
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন |
|
পরিচিতির কারণ | ডাই হাইড্রোজেন ও ফ্লোরিনের যৌগ সমূহের অধ্যয়ন |
পুরস্কার | শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার, ১৯৮৯ পি. নটরাজন এণ্ডমেণ্ট পুরস্কার, ১৯৯৮ কেমিটো পুরস্কার, ২০০২ ভারতীয় রসায়ন সমাজের এস. এস সাধু পুরস্কার, ২০০৫ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | |
প্রতিষ্ঠানসমূহ |
|
মিহির কান্তি চৌধুরি (জন্ম: ১৯৪৭) একজন ভারতীয় অজৈব রসায়নবিদ তথা তেজপুর বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য।[১] তিনি ডাই হাইড্রজেনের যৌগ সংশ্লেষণ এবং ধাতু ও অধাতুর ফ্লোরিন যৌগের অধ্যয়নের জন্য পরিচিত।[২] তিনি বৈজ্ঞানিক ও ঔদ্যোগিক গবেষণা পরিষদ এবং ভারতীয় রাষ্ট্রীয় বিজ্ঞান একাডেমীর নির্বাচিত ফেলো।[৩][৪] ভারত সরকার তাকে রসায়ন বিজ্ঞানের জন্য প্রাগ্রসর অবদানের জন্য ১৯৮৯ সালে শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার প্রদান করে। এই পুরস্কার ভারতের সর্বোচ্চ বৈজ্ঞানিক পুরস্কার।[৫]