মুচকুন্দ Pterospermum acerifolium | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | উদ্ভিদ |
বিভাগ: | Tracheophyta |
শ্রেণী: | Magnoliopsida |
বর্গ: | Malvales |
পরিবার: | মালভেসি |
গণ: | Pterospermum |
প্রজাতি: | Pterospermum acerifolium |
দ্বিপদী নাম | |
Pterospermum acerifolium (L.) Willd. | |
প্রতিশব্দ | |
Pterospermadendron acerifolium Kuntze |
মুচকুন্দ বা মুসকান্দা, মুচাকুন্দা, কনক-চাঁপা (বৈজ্ঞানিক নাম Pterospermum acerifolium[১] ইংরেজি: Oleander, Roseberry Spurge) মালভাসি পরিবারের, Pterospermum গণের[২][৩] একটি এক প্রকারের ঘন পাতাবিশিষ্ট গুল্ম।
মুচকুন্দচাঁপা বা মুচকুন্দ বিশাল আকারের বৃক্ষ। এই গাছ উচ্চতায় ৫০ থেকে ৬০ ফুট হয়ে থাকে। এদের পাতা গোলাকার। পাতার উপরের অংশ উজ্জ্বল সবুজ চকচকে আর মসৃণ।
মুচকুন্দ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারত থেকে বার্মা পর্যন্ত জন্মায়। ভারত এবং মহাদেশীয় এশিয়ার দেশসমূহ পর্যন্ত বিস্তৃত। মুচকুন্দ চাঁপার গাছ ঢাকার বলধা বাগানে ভেতর দুটি রয়েছে এবং শিশু একাডেমীতেও দুটি মুচকন্দ চাঁপার গাছ আছে। আরও একটি মুচকুন্দ চাঁপার গাছ আছে গফরগাঁও সরকারি কলেজের পুকুরের উত্তরপাড়ে।
শ্বেতপ্রদর, টিউমার, আলসার, বসন্ত রোগজনিত পুঁজ হওয়া, রক্ত রোগ, পাকস্থলীর যেকোনো ব্যথা, কুষ্ঠব্যাধি এবং দাহ্যতা নিরাময়ে ব্যবহৃত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]