মুদাফফর মসজিদ | |
---|---|
جامع ومدرسة المظفر | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | তাইজ, ইয়েমেন |
স্থাপত্য | |
ধরন | মসজিদ |
সম্পূর্ণ হয় | ত্রয়োদশ শতাব্দী |
মুদাফফর মসজিদ (আরবি: جامع ومدرسة المظفر) হচ্ছে ইয়েমেনের তাইজ শহরের পুরনো অংশের মাঝখানে অবস্থিত একটি মসজিদ। এটি ত্রয়োদশ শতাব্দীতে নির্মিত হয়। এটি ইয়েমেনের দুটি সুন্দর মসজিদের একটি।[১] এটি পুরনো শহরের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম এবং সেখানকার অনেক বাসিন্দা মসজিদটিতে জুমার নামাজে উপস্থিত হন। মসজিদটি মাদ্রাসা হিসেবেও পরিচিত ছিল যা বহু ইসলামী পণ্ডিতকে শিক্ষিত করেছে।[২]