মুনি | |
---|---|
পরিচালক | রাঘব লরেন্স |
প্রযোজক | সরন |
রচয়িতা | রমেশ খান্না (Dialogues) |
চিত্রনাট্যকার | রাঘব লরেন্স |
কাহিনিকার | রাঘব লরেন্স |
শ্রেষ্ঠাংশে | রাঘব লরেন্স বেদিকা কুমার রাজকিরণ ভিনু চক্রবর্তী Kovai Sarala Kadhal Dhandapani রাহুল দেব |
সুরকার | Original songs: Bharathwaj Background Score: এস. পি. ভেঙ্কটেশ |
চিত্রগ্রাহক | K. V. Guhan |
সম্পাদক | Suresh Urs |
প্রযোজনা কোম্পানি | যামিনী প্রোডাকশন |
পরিবেশক | যামিনী প্রোডাকশন |
মুক্তি | ৯ মার্চ, ২০০৭ |
স্থিতিকাল | ২ ঘণ্টা ২৯ মিনিট ৩৯ সেকেন্ড |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
নির্মাণব্যয় | ₹ ২০ মিলিয়ন (ইউএস$ ২,৪৪,৪৬৬) |
আয় | ₹১৫০ মিলিয়ন (ইউএস$ ১.৮৩ মিলিয়ন)[১][২] |
মুনি ২০০৭ সালে মুক্তি পাওয়া তামিল ভাষায় নির্মিত একটি ভৌতিক ও কমেডি ধাঁচের চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অভিনেতা রাঘব লরেন্স। ভৌতিক এ ছবিটি ভারত ও ভারতের বাইরে ১৫ কোটি রূপি আয় করে। ২০০৭ সালের ৯ মার্চ তামিল ও একই সাথে অনুদিত তেলুগু ভাষায় ছবিটি মুক্তি পায়। পরবর্তীতে এ ছবির আরো দু'টি ধারাবাহিক তৈরি হয়। মুনি ২: কাঞ্চনা (কাঞ্চনা নামে পরিচিত) ২০১১ সালের ১৫ জুলাই এবং মুনি ৩: গঙ্গা (কাঞ্চনা ২ নামে পরিচিত) ২০১৫ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়।[১][২]