মেক্সিকো জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল

মেক্সিকো অনূর্ধ্ব-২৩
দলের লোগো
ডাকনামএল ত্রি (ত্রিরঙ)
অ্যাসোসিয়েশনমেক্সিকীয় ফুটবল ফেডারেশন
কনফেডারেশনকনকাকাফ (উত্তর আমেরিকা)
প্রধান কোচহাইমে লোজানো
অধিনায়কএরিক আগিরে
সর্বাধিক ম্যাচদিয়েগো রেয়েস (২১)
শীর্ষ গোলদাতাআলান পুলিদো (৬০
মাঠবিভিন্ন
ফিফা কোডMEX
ওয়েবসাইটfmf.mx
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
প্রথম আন্তর্জাতিক খেলা
 স্পেন ৭–১ মেক্সিকো 
(আমস্টার্ডাম, নেদারল্যান্ডস; ৩০ মে ১৯২৮)
বৃহত্তম জয়
 মেক্সিকো ৭–১ ত্রিনিদাদ ও টোবাগো 
(কারসন, মার্কিন যুক্তরাষ্ট্র; ২৩ মার্চ ২০১২)
বৃহত্তম পরাজয়
 পূর্ব জার্মানি ৭–০ মেক্সিকো 
(বাভারিয়া, জার্মানি; ৫ সেপ্টেম্বর ১৯৭২)
গ্রীষ্মকালীন অলিম্পিক
অংশগ্রহণ৬ ((১৯২৮)-এ প্রথম)
সেরা সাফল্যস্বর্ণ পদক (২০১২)

মেক্সিকো জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: Mexico national under-23 football team; যা মেক্সিকো অলিম্পিক ফুটবল দল অথবা মেক্সিকো অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকোর প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম মেক্সিকোর ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মেক্সিকীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ১৯২৮ সালের ৩০শে মে তারিখে, মেক্সিকো অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; নেদারল্যান্ডসের আমস্টার্ডামে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মেক্সিকো স্পেন অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৭–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

এল ত্রি নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মেক্সিকোর তোলুকায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হাইমে লোজানো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মোন্তেরের রক্ষণভাগের খেলোয়াড় এরিক আগিরে। মেক্সিকো অনূর্ধ্ব-২৩ গ্রীষ্মকালীন অলিম্পিকের ইতিহাসের অন্যতম সফল দল, যারা এপর্যন্ত ১ বার (২০১২) স্বর্ণ পদক জয়লাভ করেছে।[]

দিয়েগো রেয়েস, মার্কো ফাবিয়ান, এক্তোর এরেরা, আলান পুলিদো এবং সেবাস্তিয়ান কোর্দোভার মতো খেলোয়াড়গণ মেক্সিকোর অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

গ্রীষ্মকালীন অলিম্পিক

[সম্পাদনা]
গ্রীষ্মকালীন অলিম্পিক
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
ফ্রান্স ১৯০০ অংশগ্রহণ করেনি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯০৪
যুক্তরাজ্য ১৯০৮
সুইডেন ১৯১২
বেলজিয়াম ১৯২০
ফ্রান্স ১৯২৪
নেদারল্যান্ডস ১৯২৮ প্রথম পর্ব ১৪তম ১০
জার্মানি ১৯৩৬ অংশগ্রহণ করেনি
যুক্তরাজ্য ১৯৪৮ প্রথম পর্ব ১১তম
ফিনল্যান্ড ১৯৫২ উত্তীর্ণ হয়নি
অস্ট্রেলিয়া ১৯৫৬
ইতালি ১৯৬০
জাপান ১৯৬৪ গ্রুপ পর্ব ১১তম
মেক্সিকো ১৯৬৮ ৩য় স্থান নির্ধারণী ৪র্থ ১০
পশ্চিম জার্মানি ১৯৭২ দ্বিতীয় গ্রুপ পর্ব ৭ম ১৪
কানাডা ১৯৭৬ গ্রুপ পর্ব ৯ম
সোভিয়েত ইউনিয়ন ১৯৮০ উত্তীর্ণ হয়নি
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৮৪
দক্ষিণ কোরিয়া ১৯৮৮ নিষিদ্ধ
স্পেন ১৯৯২ গ্রুপ পর্ব ১০ম
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৬ কোয়ার্টার-ফাইনাল ৭ম
অস্ট্রেলিয়া ২০০০ উত্তীর্ণ হয়নি
গ্রিস ২০০৪ গ্রুপ পর্ব ১০ম
চীন ২০০৮ উত্তীর্ণ হয়নি
যুক্তরাজ্য ২০১২ ফাইনাল ১ম ১২
ব্রাজিল ২০১৬ গ্রুপ পর্ব ৯ম
জাপান ২০২০ অনির্ধারিত
মোট ১টি স্বর্ণ পদক ১১/২৬ ৩৯ ১৩ ১২ ১৪ ৫২ ৬৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Irvin, Duncan (১১ আগস্ট ২০১২)। "Mexico Wins Soccer Gold Medal, 2-1"New York Times। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]