মেহরীন কর পীরজাদা | |
---|---|
জন্ম | পাঞ্জাব, ভাতিন্দা | ৫ নভেম্বর ১৯৯৫
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | মায়ো কলেজ গার্লস স্কুল, আজমির |
পেশা |
|
কর্মজীবন | ২০১৬ – বর্তমান |
মেহরীন কর পীরজাদা (জন্ম: ৫ নভেম্বর ১৯৯৫) হচ্ছেন একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী, যিনি প্রধানত তেলুগু চলচ্চিত্রে অভিনয় থাকেন।[১][২] মেহরীন তার কর্মজীবন শুরু করেন টলিউড চলচ্চিত্র কৃষ্ণ গাডি ভীরা প্রেমা গাধা চলচ্চিত্রের মাধ্যমে।[৩][৪] এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ন্যানি। মেহরীন তার বলিউড কর্মজীবন শুরু করেন ২০১৭ সালে ফিলাওরি চলচ্চিত্রের মাধ্যমে, এবং তার কলিউড অভিষেক ঘটে সন্দ্বীপ কিষাণের বিপরীতে নেনজিল থুরিভিরুনধা চলচ্চিত্রের মাধ্যমে, যা পরিচালনা করেন সুশীনথিরান।