মেহরীন পীরজাদা

মেহরীন কর পীরজাদা
ফিলাওরি চলচ্চিত্রের সংবাদ সম্মেলনে মেহরীন
জন্ম (1995-11-05) ৫ নভেম্বর ১৯৯৫ (বয়স ২৯) পাঞ্জাব, ভাতিন্দা
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনমায়ো কলেজ গার্লস স্কুল, আজমির
পেশা
  • অভিনেত্রী
  • মডেল
কর্মজীবন২০১৬ – বর্তমান

মেহরীন কর পীরজাদা (জন্ম: ৫ নভেম্বর ১৯৯৫) হচ্ছেন একজন ভারতীয় মডেলঅভিনেত্রী, যিনি প্রধানত তেলুগু চলচ্চিত্রে অভিনয় থাকেন।[][] মেহরীন তার কর্মজীবন শুরু করেন টলিউড চলচ্চিত্র কৃষ্ণ গাডি ভীরা প্রেমা গাধা চলচ্চিত্রের মাধ্যমে।[][] এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ন্যানি। মেহরীন তার বলিউড কর্মজীবন শুরু করেন ২০১৭ সালে ফিলাওরি চলচ্চিত্রের মাধ্যমে, এবং তার কলিউড অভিষেক ঘটে সন্দ্বীপ কিষাণের বিপরীতে নেনজিল থুরিভিরুনধা চলচ্চিত্রের মাধ্যমে, যা পরিচালনা করেন সুশীনথিরান

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mehreen Pirzada: I'll celebrate Diwali like a South Indian this time" 
  2. "Mehreen's B-Town debut is a romantic drama" 
  3. "Another debut Down South"। deccan chronicle। ৪ ফেব্রুয়ারি ২০১৬। 
  4. "Nani's Krishna Gadi Veera Prema Gaadha first look released"। ibtimes। ৭ জানুয়ারি ২০১৬।