মোয়ানা (/moʊˈɑːnə, -ænə/) একটি ২০১৬ মার্কিন থ্রিডি কম্পিউটার অ্যানিমেটকৃত সঙ্গীত ও রোমাঞ্ঝধর্মী চলচ্চিত্র। এর প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস এবং এটি ওয়াল্ট ডিজনি পিকচার্স কর্তৃক মুক্তি পায়। এটি ডিজনির ৫৬ তম অ্যানিমেশন চলচ্চিত্র। এর পরিচালক রন ক্লেমেন্টস এবং জন মুস্কার। এছাড়া ডন হল ও ক্রিস উইলিয়ামস হলেন সহযোগী পরিচালক। চলচ্চিত্রটিতে মোয়ানা চরিত্রে কন্ঠাভিনয় করেন আউলি ক্রাভালিও এবং অন্যান্য চরিত্রে কন্ঠ দেন ডোয়াইন জনসন, রেচেল হাউস, টেমোরা মরিসন, জেমেইন ক্লেমেন্ট, নিকোল শোয়ার্জনেগার এবং এ্যালান টুডিক।
চলচ্চিটি পলিনেশিয়ার এক গ্রাম প্রধানের তীব্র ইচ্ছাশক্তির অধিকারী মেয়ে মোয়ানাকে কেন্দ্র করে নির্মিত। এক পৌরানিক দেবীর হৃদয় পুনরুদ্ধারের জন্য মহাসাগর তাকে নির্বাচন করে। তার দ্বীপে অশুভ প্রভাব দেখা দিলে তার লোকজনকে এই বিপদ থেকে রক্ষার আশায় টি ফিটি'র হৃদয় উদ্ধার করার উদ্দেশ্যে সে কিংবদন্তি উপদেবতা মাওয়ি'র খোঁজে সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়ে।
মোয়ানা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০১৬ সালের ২৩ নভেম্বরে এবং সমালোচকদের থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মোট $৬৪৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। ৮৯ তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চলচ্চিত্রটি দুইটি একাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। একটি হলো সেরা অ্যানিমেটকৃত চলচ্চিত্রের জন্য এবং অন্যটি সেরা গান এর জন্য একাডেমী অ্যওয়ার্ড (হাউ ফার আই উইল গো)।[৪]
২০১৬ সালের এ্যানেসি ইন্টারন্যাশনার অ্যানিমেটেড ফিল্ম ফেস্টিভালে মোয়ান'র পরিচালক জন মুস্কার এবং রন ক্লেমেন্টস চলচ্চিত্রটির দৃশ্য উপস্থাপন করেন।
প্রিন্সেস অ্যন্ড দ্য ফ্রগ পরিচালনার পর ক্লেমেন্টস ও মুস্কার টেরি প্রেচেটসের মর্ট-এর উন্নয়নে কাজ করেন,[৫] কিন্তু চলচ্চিত্র স্বত্ত্ব অর্জনে সমস্যা থেকে তারা এই প্রকল্পে কাজ চালিয়ে যাওয়া থেকে বিরত থাকেন। এই সমস্যার পুনরাবৃত্তি রোধে তারা নতুন তিনটি ধারণা নিয়ে কাজ শুরু করেন।[৬] এগুলোর একটির উদ্ভব (যেটি শেষ পর্যন্ত সবুজ সংকেত পায়) ২০১১ সালে, যখন মুস্কার পলিনেশিয়ান পুরাণ পড়া শুরু করেন এবং উপদেবতা মাওয়ি'র বীরত্বের গল্প জানতে পারেন এবং তিনি অনুধাবন করেন অ্যানিমেটকৃত চলচ্চিত্র নির্মাণের জন্য এটি একটি ভালো বিষয়বস্তু হতে পারে।[৭][৮] এর কিছু পরেই ২০১২ সালে ক্লেমেন্টস এবং মুস্কার গবেষণামূলক ভ্রমণে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় এলাকার মানুষের সংস্কৃতি সম্পর্কে জানার জন্য ফিজি, সামোয়া এবং তাহিতি ভ্রমণ করেন।[৯] প্রথমে তারা পরিকল্পনা করেছিলেন সম্পূর্ণ চলচ্চিত্রটি মাওয়ি'কে কেন্দ্র করে নির্মাণ করা হবে, কিন্তু তাদের ভ্রমণের সময় ক্লেমেন্টস গ্রামের এক প্রধানের মেয়েকে প্রধান চরিত্র হিসেবে উপস্থাপনে অনুপ্রাণিত হন।[১০] ক্লেমেন্টস এবং মুস্কার তাদের গবেষণার সময় এটা জেনে ভীষণ অবাক হন যে, পলিনেশিয়ার অধিবাসীরা প্রায় তিন হাজার বছর আগ থেকে গভীর সমুদ্র ভ্রমণ বন্ধ করে দিয়েছে।[১১]
চলচ্চিত্রের নির্মাতাদের প্যাসিফিক জুড়ে শত শত অংশগ্রহণকারীদের অডিশন নেওয়ার পর ১৪ বছর বয়সী উচ্চ বিদ্যালয় পড়ুয়া বালিকা আউলি ক্রাভালিও'কে চলচ্চিত্রের প্রধান চরিত্র মোয়ানা হিসেবে কন্ঠাভিনয় করার জন্য নির্বাচন করা হয়।[১৫][১৬] ঐ সময়ের মধ্যেই মোয়ানার ব্যক্তিত্ব ও অবয়ব তৈরী করা সম্পন্ন হয়ে গিয়েছিল এবং কাকতালিয়ভাবে তা ক্রাভালিও'র শারিরিক গঠনের সাথে মিলে যায়।[১৭] অ্যানিমেশন তৈরীর সময় সময় ডিজনির অ্যানিমেটররা ক্রাভাওলির কিছু ব্যক্তিত্ব মোয়ানার আচরণের সাথে সংহত করতে সক্ষম হয়েছিলো।[১৭]
চলচ্চিত্রটির অধিকাংশ চিত্রগ্রাহক সদস্যই পলিনেশিয়ান বংশদ্ভূত: আউলি ক্রাভালিও (মোয়ানা) এবং নিকোল শোয়ার্জনেগার (সিনা, মোয়ানার'র মা) উভয়ই হাওয়াইয়ে জন্মগ্রহণ করেন এবং দুজনই হাওয়াইয়ান সংস্কৃতির। ডোয়াইন জনসন (মাওয়ি), অস্কার নাইটলি (জেলে) এবং ট্রয় পোলামালু (প্রথম গ্রামবাসী) হলেন সামোয়ান সংস্কৃতির। নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী রেচেল হাউস (তালা, মোয়ানা'র দাদি), টেমোরা মরিসন (টুই, মোয়ানা'র বাবা), এবং জেমেইন ক্লেমেন্ট (টামাটোয়া) হলেন মাওরি সংস্কৃতির।
↑Deitchman, Beth (Spring ২০১৬)। "Finding Her Way: Directors John Musker and Ron Clements Have Charted A Course For Their New Film, Moana, Which Sails Into Theatres In November 2016"। Disney twenty-three। Burbank: Walt Disney Company। 8 (1): 32–33। আইএসএসএন2162-5492। ওসিএলসি698366817।
↑Chang, David A. (২০১৬)। "Looking Out From Hawai'i's Shore: The Exploration of the World is the Inheritance of Native Hawaiians"। The World and All the Things Upon It: Native Hawaiian Geographies of Exploration। Minneapolis: University of Minnesota Press। পৃষ্ঠা 1–32।
↑ কখগSpeak Māori (জুন ৮, ২০১৭)। "Te Reo Māori Moana Casting"। জানুয়ারি ১২, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ২৮, ২০১৮ – YouTube-এর মাধ্যমে।