নিম্নলিখিত নিবন্ধটির বর্তমানে "ইংরেজি ভাষা" থেকে বাংলায় অনুবাদের কাজ চলছে। দয়া করে এটি অনুবাদ করে আমাদেরকে সহায়তা করুন। যদি অনুবাদ করা শেষ হয়ে থাকে তাহলে এই নোটিশটি সরিয়ে নিন। |
মোরাসি সময়গত পরিসীমা: ৮–০কোটি ক্রিটেশিয়াস - বর্তমান | |
---|---|
পানামার রবার গাছ কাস্তিলিয়া ইলাস্টিকা | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
শ্রেণীবিহীন: | গুপ্তবীজী |
শ্রেণীবিহীন: | দ্বিবীজপত্রী |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | রোজালিস |
গণসমূহ | |
নিবন্ধ দেখুন |
মোরাসি (Moraceae) পরিবার একপ্রকার সপুষ্পক গুপ্তবীজী দ্বিবীজপত্রী উদ্ভিদ পরিবার। ডুমুর গাছ ও তাদের জ্ঞাতিরা এই গোত্রের অন্তর্গত। এদের কমবেশি ৪০টি গণ এবং ১০০০টি প্রজাতির অস্তিত্ব রয়েছে। এই ধরনের উদ্ভিদেরা সাধারণত ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলসমূহে জন্ম নিয়ে থাকে; নাতিশীতোষ্ণ অঞ্চলে এদের প্রভাব অপেক্ষাকৃত কম।
পূর্বে বর্তমানে বিলুপ্ত বংশ আর্টিক্যালস-এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল, সাম্প্রতিক আণবিক গবেষণার ফলে রোজালেস-এর মধ্যে আর্টিক্যালিয়ান রোসিডস নামক একটি ক্লেডে পরিবারের বসানো হয়েছে যার মধ্যে আলমাসি, সেলটিডাসি, ক্যান্নাবেসি এবং আরটিক্যাসিও রয়েছে। সেকরোপিয়া, যা বিভিন্নভাবে মোরাসি, আর্টিক্যাসি বা তাদের নিজস্ব পরিবার, সেকরোপিয়াসি-এ রাখা হয়েছে, এখন আর্টিসিয়াসি-এর অন্তর্ভুক্ত।[১]
মোরাসি পরিবারে পাঁচটি ট্রাইব আছে, সেগুলো হলও: Artocarpeae;[২] Castilleae;[৩] Dorstenieae;[৪] Ficeae;[৫] এবং Moreae.[৬]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |