মোস্তাফা জামানি | |
---|---|
مصطفی زمانی | |
জন্ম | |
শিক্ষা | ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয় - প্রযুক্তি ম্যানেজমেন্ট মাস্টার |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০০৫–বর্তমান |
পিতা-মাতা | সিয়াভাশ জামানি (পিতা) |
আত্মীয় | সাইয়্যেদ হোসেইন জাফরী (তুতো ভাই) |
মোস্তাফা জামানি একজন জনপ্রিয় ইরানি অভিনেতা যিনি ১৯৮২ সালের ২০ জুন ইরানে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম অভিনয় করেন ইউসুফ-এ-পায়াম্বার (Yousuf e Payamber) নামক টিভি ধারাবাহিকে। ধারাবাহিকটিতে তিনি নবী ইউসুফ এর চরিত্রে অভিনয় করেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ধারাবাহিকটি ইরানে জনপ্রিয়তা পায়।[১][২] এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হয়েছে। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভি ধারাবাহিকটি বাংলা ভাষায় ডাবিংয়ের মাধ্যমে ২৭ নভেম্বর, ২০১৬ থেকে ২৫ এপ্রিল, ২০১৭ খ্রিষ্টাব্দে ইউসুফ জুলেখা নামে সম্প্রচার করে।[৩]
তার অভিনীত অন্যান্য টিভি ধারাবাহিকঃ
বছর | নাম | চরিত্র | নেটওয়ার্ক |
---|---|---|---|
২০০৮ | ইউসুফ -এ পয়গম্বর | ইউসুফ (আ:)/ ইউজার্সিফ | IRIB TV1 |
দার চেশম-এ বাদ | অতিথি | IRIB TV1 | |
২০১৫-'১৮ | শাহর্জাদ |
ফারহাদ দামাভান্দি || Film Net | |
২০১৯ | নাহাঙ্গ্ আবি আকা ব্লু হোয়েল [৪] | আমির |
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)