মোহনলাল (অভিনেতা)

মোহনলাল
জন্ম
মোহনলাল বিশ্বনাথন

(1960-05-21) ২১ মে ১৯৬০ (বয়স ৬৪)
ইলানথুর, পাঠানামথিত্তা, কেরালা, ভারত
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেতা, প্রযোজক
কর্মজীবন১৯৭৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীসুচিত্রা মোহনলাল (বি. ১৯৮৮)
সন্তানপ্রণব মোহনলাল (পুত্র)
বিস্ময়া মোহনলাল (কন্যা)
আত্মীয়কে. বালাজি (শ্বশুর)
সুরেশ বালাজি (শ্যালক)
পুরস্কারপূর্ণ তালিকা
ওয়েবসাইটthecompleteactor.com

মোহনলাল বিশ্বনাথন (২১শে মে ১৯৬০) হলেন একজন ভারতীয় অভিনেতা ও প্রযোজক। তিনি মূলত মালয়ালম চলচ্চিত্র শিল্পে কাজ করে থাকেন। চার দশকের বেশি সময় ধরে তার কর্মজীবনে তিনি তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মালায়ালাম চলচ্চিত্রের পাশাপাশি তিনি ভারতের আরও অন্যান্য অঞ্চলের চলচ্চিত্রেও কাজ করেছেন।[]

মোহনলাল পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে দুটি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে, একটি বিশেষ জুরি মেনশন, অভিনয়ের জন্য একটি বিশেষ জুরি পুরস্কার, ও প্রযোজক হিসেবে একটি শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার। এছাড়া তিনি নয়টি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার ও দশটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। ভারতীয় চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য ২০০১ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে।[] ২০০৯ সালে তিনি প্রথম এবং একমাত্র অভিনয়শিল্পী হিসেবে ভারতের সীমান্ত সেনাবাহিনীর সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদ লাভ করেন।[][] তিনি ২০১০ সালে শ্রী শঙ্করাচার্য বিশ্ববিদ্যালয়[] ও ২০১৮ সালে কালিকুট বিশ্ববিদ্যালয়[] থেকে সম্মানসূচক ডক্টরেট লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

মোহনলাল বিশ্বনাথন ১৯৬০ সালের ২১শে মে কেরালা রাজ্যের পাটানামতিত্তা জেলার এলানথুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথন নয়ার সাবেক কূসলী এবং কেরালা সরকারের আইন সচিব এবং মাতা সন্তকুমারী।[][] তিনি তার পিতামাতার দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ। তার বড় ভাই প্যায়ারেলাল (২০০০ সালে সামরিক অভিযানে মারা যান)।[] মোহনলাল তার পৈতৃক নিবাস তিরুবনন্তপুরমে মুদাবনমুগলে বেড়ে ওঠেন। তিনি তিরুবনন্তপুরমের গভর্মেন্ট মডেল বয়েজ হাইয়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন এবং পরে মহত্মা গান্ধী কলেজ থেকে বি.কম ডিগ্রি অর্জন করেন।[১০][১১]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মোহনলাল ১৯৮৮ সালের ২৮শে এপ্রিল তামিল চলচ্চিত্র প্রযোজক কে. বালাজির কন্যা সুচিত্রার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[][১২] এই দম্পতির দুই সন্তান রয়েছে, তারা হলেন প্রণব ও বিস্ময়া মোহনলাল। প্রণব কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, তার অভিষেক ঘটে মোহনলালের অন্নমন (২০০১) চলচ্চিত্রে।[১৩] তিনি চেন্নাইয়ে বসবাস করেন, এবং প্রায়ই তার নিজ শহর তিরুবনন্তপুরমকোচিতে যাওয়া আসা করেন। কোচির তেবরায় তার একটি বাড়ি রয়েছে।[১৪] উটি ও মহাবালিপুরমেও তার বাড়ি রয়েছে, ও আরবীয় র‍্যাঞ্চে একটি ভিলা, এবং দুবাইয়ের বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট রয়েছে।[১৫] মোহনলাল ভাগ্য ও আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন। তিনি নিজেকে ধার্মিক ও আধ্যাত্মিক মননসম্পন্ন ব্যক্তি বলে উল্লেখ করেন।[১৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Mohanlal revives Pranavam Arts!"। Sify। ১৮ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮ 
  2. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮ 
  3. "Padmashree Mohan Lal conferred with rank of Lt Col (Hony) in Territorial Army". Press Information Bureau, Government of India. 9 July 2009.
  4. "Mohanlal, first actor to join Army"সিএনএন-আইবিএন। ১০ জুলাই ২০০৯। ১৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮ 
  5. "Mohanlal, Pookutty get D.Litt."দ্য হিন্দু। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮ 
  6. "Calicut University confers D.Litt on Mohanlal, P.T.Usha"বিজনেস স্ট্যান্ডার্ড। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮ 
  7. "മോഹൻലാൽ വീണ്ടുമെത്തി, ജനിച്ച വീട്ടിലേക്ക്..." [Mohanlal visited ancestral home punnackal tharavadu]। মনোরমা অনলাইন (মালয়ালম ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  8. "Happy Birthday Mohanlal: The South Indian Superstar's Health Mantra"এনডিটিভি (ইংরেজি ভাষায়)। ২১ মে ২০১৭। ২৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  9. "Lalettan – The most versatile and iconic figure in Indian cinema"মনোরমা অনলাইন (ইংরেজি ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  10. "Mohanlal Biography"LIFESTYLE LOUNGE (ইংরেজি ভাষায়)। আইলাভইন্ডিয়া.কম। ২১ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  11. "LAL'S BIOGRAPHY"মোহনলাল অনলাইন (ইংরেজি ভাষায়)। ৫ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  12. "Actor-producer K Balaji passes away"সাইফি (ইংরেজি ভাষায়)। ৩ মে ২০০৯। ৯ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  13. "Movies: Introducing Mohanlal's son-Pranav"রেডিফ.কম (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০০২। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  14. প্রকাশ, আশা (৪ মে ২০১২)। "When Mohanlal played host to Aamir" (ইংরেজি ভাষায়)। দ্য টাইমস অব ইন্ডিয়া। TNN। ২০১৩-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮ 
  15. "Malayalam matinee idol Mohanlal buying apartment in world's tallest tower, Burj Khalifa"দি ইকোনমিক টাইমস (ইংরেজি ভাষায়)। ২৭ মে ২০১১। ২২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 
  16. "Mohanlal about Pranav Mohanlal's perspectives about spirituality"অনলুকার্স মিডিয়া (ইংরেজি ভাষায়)। ৪ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]