ম্যাগি গোবরান | |
---|---|
জন্ম | ১৯৪৯ |
জাতীয়তা | মিশরীয় |
অন্যান্য নাম | মামা ম্যাগি |
পেশা | সমাজকর্মী |
ম্যাগি গোবরান (মামা ম্যাগি নামেও পরিচিত) হলেন একজন মিশরীয় কপ্টিক খ্রিষ্টান যিনি কায়রোভিত্তিক সংগঠন স্টিফেন্স চিলড্রেনের প্রতিষ্ঠাতা।
ম্যাগি গোবরানকে 'কায়রোর মাদার তেরেসা' বলে অভিহিত করা হয়।[১] যিনি দেশটির দারিদ্র্যের শিকার শিশুদের নিয়ে কাজ করে চলেছেন।[১] তিনি কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করতেন। ১৯৮৯ সালে তিনি চাকরি ছেড়ে দেন। তিনি কপ্টিক অর্থোডক্স খ্রিষ্টান সম্প্রদায়ের 'পবিত্র কর্মী' হিসেবে যাত্রা শুরু করেন ও 'স্টিভেন্স চিলড্রেন' নামের একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। সংস্থাটি দেশটির বস্তিতে বসবাসকারী খ্রিষ্টান পরিবারের শিশুদের সহায়তা করে থাকে। এছাড়াও, সংস্থাটি মুসলিম ও বাহাই সম্প্রদায়ের দরিদ্র শিশুদের সহায়তা করে থাকে।
ম্যাগি গোবরান বিবাহিত। তার এক মেয়ে ও এক ছেলে আছে।[২]
২০১২ সালে ম্যাগি গোবরান নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।[৩] তিনি ২০১৯ সালে তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন।[৪]