ম্যারি টাইলার মুর | |
---|---|
Mary Tyler Moore | |
জন্ম | |
মৃত্যু | ২৫ জানুয়ারি ২০১৭ গ্রিনউইচ, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮০)
সমাধি | ওক লন সমাধি, ফেয়ারফিল্ড, কানেটিকাট |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৫৭-২০১৩ |
উচ্চতা | ৫ ফুট ৭ ইঞ্চি (১.৭০ মি) |
দাম্পত্য সঙ্গী | ডিক মিকার (বি. ১৯৫৫; বিচ্ছেদ. ১৯৬১) গ্র্যান্ট টিংকার (বি. ১৯৬২; বিচ্ছেদ. ১৯৮১) রবার্ট লেভিন (বি. ১৯৮৩; মৃ. ২০১৭) |
সন্তান | ১ |
স্বাক্ষর | |
ম্যারি টাইলার মুর (ইংরেজি: Mary Tyler Moore; ২৯ ডিসেম্বর ১৯৩৬ - ২৫ জানুয়ারি ২০১৭) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি টেলিভিশন সিটকম দ্য ম্যারি টাইলার মুর শো (১৯৭০-১৯৭৭)-এ ম্যারি রিচার্ডস চরিত্রে এবং দ্য ডিক ভ্যান ডাইক শো (১৯৬১-১৯৬৬)-এ লরা পেট্রি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক খ্যাতি অর্জন করেন।[১][২][৩][৪] ১৯৬৭ সালে তিনি থরোলি মডার্ন মিলি চলচ্চিত্রে অভিনয় করেন এবং ১৯৮০ সালে অর্ডিনারি পিপল চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৫][৬][৭]
মুর ১৯৩৬ সালের ২৯শে ডিসেম্বর নিউ ইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। তার পিতা জর্জ টাইলার মুর (১৯১৩-২০০৬) ছিলেন একজন যাজক এবং মাতা মার্জোরি হ্যাকেট (১৯১৬-১৯৯২)।[৮][৯] তার পরিবার আইরিশ-ক্যাথলিক বংশোদ্ভূত। তারা ব্রুকলিনের ওশান পার্কওয়েতে বসবাস করতেন। মুর তার পিতামাতার তিন সন্তানের মধ্যে সর্বজ্যেষ্ঠ, তার ছোট ভাই জন ও ছোট বোন এলিজাবেথ।
মুরের প্র-পিতামহ লেফটেন্যান্ট কর্নেল লুইস টিলঘম্যান মুর বর্তমানে ভার্জিনিয়ার উইনচেস্টারের স্টোনওয়াল জ্যাকসন্স হেডকোয়ার্টার্স জাদুঘর যেখানে অবস্থিত সেই বাড়িটির মালিক ছিলেন।[১০]