ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
জন্ম | রাজস্থান, ভারত | ৩০ ডিসেম্বর ১৯৯৪|||||||||||||||||||||||
ক্রীড়া | ||||||||||||||||||||||||
দেশ | ভারত | |||||||||||||||||||||||
ক্রীড়া | তীরন্দাজি | |||||||||||||||||||||||
পদকের তথ্য
| ||||||||||||||||||||||||
২১ ডিসেম্বর ২০১৭ তারিখে হালনাগাদকৃত |
রজত চৌহান (জন্ম ৩০শে ডিসেম্বর ১৯৯৪[১]) একজন ভারতীয় তীরন্দাজ। চৌহান কোপেনহেগেনে বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে একক বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড তীরন্দাজিতে স্বতন্ত্র পদক জয় করা প্রথম ভারতীয় তিনি।[২] তিনি অভিষেক বর্মা এবং সন্দীপ কুমারের সাথে পুরুষদের কম্পাউন্ড তীরন্দাজ দলগত বিভাগে ইনচিয়নে ২০১৪ এশিয়ান গেমস স্বর্ণপদক জিতেছিলেন। ২০১৪ সালে তিনি প্রথম ভারতীয় কম্পাউন্ড তীরন্দাজ হিসেবে তীরন্দাজি বিশ্ব কাপ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন এবং ২০১৫ সালে ২০১৫ বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছিলেন।[৩][৪]
তার অনন্য অবদানের জন্যে তিনি ২০১৬ সালের ভারতের সর্ব্বোচ্চ ক্রীড়া পুরস্কার অর্জুন পুরস্কারে ভূষিত হন।
২০১৫ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ: পুরুষদের একক[৫]
২০১৫ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ: পুরুষদের দলগত বিভাগ[৫]