রবার্ট মিচাম | |
---|---|
Robert Mitchum | |
জন্ম | রবার্ট চার্লস ডারমান মিচাম ৬ আগস্ট ১৯১৭ ব্রিজপোর্ট, কানেটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১ জুলাই ১৯৯৭ সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৯)
সমাধি | ছাই প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে দেওয়া হয়েছে |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেতা, লেখক, সুরকার, গায়ক |
কর্মজীবন | ১৯৪২-১৯৯৭ |
দাম্পত্য সঙ্গী | ডরোথি স্পেন্স (বি. ১৯৪০; মৃ. ১৯৯৭) |
সন্তান | ৩ |
স্বাক্ষর | |
রবার্ট চার্লস ডারমান মিচাম (ইংরেজি: Robert Charles Durman Mitchum; ৬ আগস্ট ১৯১৭ - ১ জুলাই ১৯৯৭)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, লেখক, কবি, সুরকার ও গায়ক। তিনি কয়েকটি ধ্রুপদী নোয়া চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতির শিখরে আরোহণ করেন। তিনি ১৯৫০ ও ১৯৬০-এর দশকে খলনায়কদের অগ্রদূত ছিলেন। তিনি তার অভিনীত আউট অব দ্য পাস্ট (১৯৪৭), দ্য নাইট অব দ্য হান্টার (১৯৫৫) ও কেপ ফিয়ার (১৯৬২) চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত।[২] দ্য স্টোরি অব জি.আই. জো (১৯৪৫) ছবিতে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন।
মিচাম ১৯৯২ সালে গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার অর্জন করেন। ১৯৯৯ সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের ধ্রুপদী মার্কিন চলচ্চিত্রের সেরা পুরুষ তারকা তালিকায় তিনি ২৩তম স্থান অধিকার করেন।[৩]