রয়্যাল ফুটবল ক্লাব কট্রেইক

কট্রেইক
পূর্ণ নামকনিঙ্কলিয়েকে ভোয়েতবাল কট্রেইক
ডাকনামডে কেরেলস
প্রতিষ্ঠিত১৯০১; ১২৩ বছর আগে (1901)
মাঠখুল্ডেনস্পোরেন স্টাডিওন
ধারণক্ষমতা৯,৩৯৯[]
মালিকমালয়েশিয়া ভিনসেন্ট তান
সভাপতিবেলজিয়াম জোসেফ আলিজিন্স
ম্যানেজারবেলজিয়াম ইভেস ফান্ডারহাখে
লিগবেলজীয় প্রথম বিভাগ এ
২০১৯–২০১১তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

কনিঙ্কলিয়েকে ভোয়েতবাল কট্রেইক (এছাড়াও কেভি কট্রেইক অথবা শুধুমাত্র কেভিকে নামে পরিচিত) হচ্ছে কট্রেইক ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কেভি কট্রেইক তাদের সকল হোম ম্যাচ কট্রেইকের খুল্ডেনস্পোরেন স্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৯,৩৯৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভেস ফান্ডারহাখে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জোসেফ আলিজিন্স। বেলজীয় মধ্যমাঠের খেলোয়াড় হান্স ফর ডার ব্রুখেন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, কেভি কট্রেইক এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ৩টি বেলজীয় দ্বিতীয় বিভাগ চূড়ান্ত পর্ব শিরোপা রয়েছে।

অর্জন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "খুল্ডেনস্পোরেন স্টাডিওন"kvk.be। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:রয়্যাল ফুটবল ক্লাব কট্রেইক টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ