রাজু শ্রেষ্ঠ | |
---|---|
জন্ম | ফাহিম আজনি ১৫ আগস্ট ১৯৬৬ |
অন্যান্য নাম | মাস্টার রাজু |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৬৯–২০২২ |
দাম্পত্য সঙ্গী | সীমা রোশন আজনি |
ফাহিম আজনি বা রাজু শ্রেষ্ঠ (জন্ম: ১৫ আগস্ট ১৯৬৬), যিনি মাস্টার রাজু নামে অধিক পরিচিত, একজন ভারতীয় অভিনেতা, যিনি হিন্দি টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে অভিনয় করেন।[১] তিনি ১৯৭০ এর দশকে শিশু অভিনেতা হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন।[২]
রাজু গুলজারের পরিচয়, হৃষিকেশ মুখোপাধ্যায়ের বাবুর্চি (১৯৭২), যশ চোপড়ার দাগ: এ পোয়েম অফ লাভ (১৯৭৩), বাসু চ্যাটার্জী'র চিতচোর (১৯৭৬) এবং গুলজারের কিতাব (১৯৭৭) এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৩]
কয়েক বছর ধরে তিনি প্রায় ২০০টি চলচ্চিত্র এবং কয়েকটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[৪][৫]
চিতচোর (১৯৭৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[৬]
তাকে বর্তমানে যুব অনুষ্ঠান জিদ্দি দিল মানে না-তে দেখা যাচ্ছে, যেখানে তিনি প্রেম দেশপ্রেমী চরিত্রে অভিনয় করছেন।[৭]