![]() লিডস ইউনাইটেড এর হয়ে আগস্ট ২০২১ এ রাফিনিয়া | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | রাফায়েল দিয়াস বেলোলি | ||
জন্ম | [১] | ১৪ ডিসেম্বর ১৯৯৬||
জন্ম স্থান | পোর্তো আলেগ্রে, ব্রাজিল | ||
উচ্চতা | ১.৭৬ মিটার[২] | ||
মাঠে অবস্থান | উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বার্সেলোনা | ||
জার্সি নম্বর | ২২ | ||
যুব পর্যায় | |||
২০১৪–২০১৬ | আভাই | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৬ | আভাই | ০ | (০) |
২০১৬ | ভিতোরিয়া বি | ১৬ | (৫) |
২০১৬–২০১৮ | ভিতোরিয়া | ৬৫ | (১৯) |
২০১৮–২০১৯ | স্পোর্টিং সিপি | ২৮ | (৬) |
২০১৯–২০২০ | রেনেঁ | ২৮ | (৬) |
২০২০–২০২২ | লিডস ইউনাইটেড | ৬৫ | (১৭) |
২০২২– | বার্সেলোনা | ৩ | (০) |
জাতীয় দল‡ | |||
২০২১– | ব্রাজিল | ৯ | (৩) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৮ আগস্ট ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫ জুলাই ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
রাফিনিয়া দিয়াস বেলোলি (জন্ম: ১৪ ডিসেম্বর ১৯৯৬), যিনি রাফিনিয়া নামে পরিচিত, একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবলার যিনি উইঙ্গার হিসেবে বর্তমানে স্পেনীয় ক্লাব ফুটবলের শীর্ষ স্তর লা লিগার ক্লাব বার্সেলোনা এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলে থাকেন।
রাফিনিয়ার ফুটবলার জীবনের হাতেখড়ি হয় ব্রাজিলীয় দল আভাই এর হয়ে। ২০১৬ সালে পর্তুগিজ দল ভিতোরিয়া বি এর হয়ে তার পেশাদার ফুটবলার জীবনের সূচনা হয়। তিনি পরবর্তীতে ভিতোরিয়া মূল দলের হয়েও খেলেছেন। ২০১৮ সালে তিনি পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং সিপিতে পাড়ি জমান ও ২০১৯ সাল পর্যন্ত সেখানে খেলেন। ২০১৯ সালে ২ কোটি ১০ লক্ষ ইউরোর বিনিময়ে ফরাসি ক্লাব রেনেঁ তাকে কিনে নেয়। ২০২০ সালে ১ কোটি ৭০ লক্ষ ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে তিনি ইংরেজ ক্লাব লিডস ইউনাইটেড এ যোগদান করেন। পরবর্তীতে ২০২২ সালে স্পেনীয় লা লিগার দল বার্সেলোনা তাকে পাঁচ কোটি ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে কিনে নেয়।
২০২১ সালের ৭ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে রাফিনিয়ার ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়। ১৪ অক্টোবর ২০২১, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তিনি তার প্রথম আন্তর্জাতিক গোল করেন।
ক্লাব | মৌসুম | লিগ | জাতীয় কাপ | লিগ কাপ | মহাদেশীয় | অন্যান্য | মোট | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
আভাই | ২০১৫ | ০ | ০ | ০ | ০ | — | — | — | ০ | ০ | |||
ভিতোরিয়া বি | ২০১৫–১৬ | ১৬ | ৫ | — | — | — | — | ১৬ | ৫ | ||||
ভিতোরিয়া | ২০১৫–১৬ | ১ | ০ | — | — | — | — | ১ | ০ | ||||
২০১৬–১৭ | ৩২ | ৪ | ৭ | ০ | ২ | ০ | — | — | ৪১ | ৪ | |||
২০১৭–১৮ | ৩২ | ১৫ | ১ | ১ | ৩ | ১ | ৬ | ০ | ১ | ১ | ৪৩ | ১৮ | |
মোট | ৬৫ | ১৯ | ৮ | ১ | ৫ | ১ | ৬ | ০ | ১ | ১ | ৮৫ | ২২ | |
স্পোর্টিং সিপি | ২০১৮–১৯ | ২৪ | ৪ | ৪ | ০ | ৪ | ২ | ৪ | ১ | — | ৩৬ | ৭ | |
২০১৯–২০ | ৪ | ২ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | ৫ | ২ | |
মোট | ২৮ | ৬ | ৪ | ০ | ৪ | ২ | ৪ | ১ | ১ | ০ | ৪১ | ৯ | |
রেনেঁ | ২০১৯–২০ | ২২ | ৫ | ৩ | ২ | ১ | ০ | ৪ | ০ | ০ | ০ | ৩০ | ৭ |
২০২০–২১ | ৬ | ১ | ০ | ০ | — | ০ | ০ | — | ৬ | ১ | |||
মোট | ২৮ | ৬ | ৩ | ২ | ১ | ০ | ৪ | ০ | ০ | ০ | ৩৬ | ৮ | |
লিডস ইউনাইটেড | ২০২০–২১ | ৩০ | ৬ | ১ | ০ | ০ | ০ | — | — | ৩১ | ৬ | ||
২০২১–২২ | ৩৫ | ১১ | ১ | ০ | ০ | ০ | — | — | ৩৬ | ১১ | |||
মোট | ৬৫ | ১৭ | ২ | ০ | ০ | ০ | — | — | ৬৭ | ১৭ | |||
বার্সেলোনা | ২০২২–২৩ | ৩ | ০ | ০ | ০ | — | ০ | ০ | ০ | ০ | ৩ | ০ | |
সর্বমোট | ২০৫ | ৫৩ | ১৬ | ৩ | ১০ | ৩ | ১৪ | ১ | ২ | ১ | ২৪৮ | ৬১ |
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
ব্রাজিল | ২০২১ | ৫ | ২ |
২০২২ | ৪ | ১ | |
মোট | ৯ | ৩ |