রিপাবলিক বাংলা | |
---|---|
উদ্বোধন | ৭ মার্চ ২০২১ |
নেটওয়ার্ক | সম্প্রচার টেলিভিশন এবং অনলাইন |
মালিকানা | |
চিত্রের বিন্যাস | এইচডি ৪৩২০পি ৮কে ইউএইচডি |
স্লোগান | কথা হবে চোখে চোখ রেখে |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
প্রধান কার্যালয় | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | রিপাবলিক টিভি রিপাবলিক ভারত |
ওয়েবসাইট | bangla |
এয়ারটেল (ভারত) | চ্যানেল ৭৩০ |
ডিশ টিভি (ভারত) | চ্যানেল ১৪৮১ |
[[[ডেন নেটওয়ার্ক| ডেন]] | চ্যানেল ৫৮৪ |
রিপাবলিক বাংলা সরাসরি | সরাসরি টিভি |
রিপাবলিক বাংলা ভারত থেকে সম্প্রচারিত একটি বাংলা সংবাদ টিভি চ্যানেল। চ্যানেলটির মালিক হল অর্ণব গোস্বামীর রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক।
১১ ডিসেম্বর ২০২০ সালে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী রিপাবলিক বাংলা চালুর কথা ঘোষণা করেন। ১৭ ফেব্রুয়ারি ২০২১ সালে চ্যানেলটি তার ট্যাগলাইন "কথা হবে চোখে চোখ রেখে" ঘোষণা করে।[১] ৭ মার্চ ২০২১ সালে চ্যানেলটি চালু করা হয়। রিপাবলিক টিভি ও রিপাবলিক ভারতের পর, এটি অর্ণব গোস্বামী প্রবর্তিত তৃতীয় চ্যানেল।
রিপাবলিক বাংলার বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রিপাবলিক টিভি ইউটিউবে একটি ভিডিও শেয়ার করে প্রচার করে যে, চট্টগ্রামের লালদীঘী পাড় নবগ্রহ মন্দিরে হামলা হয়েছে। স্বাধীন ফ্যাক্ট চেকিং সংস্থা ডিসমিস ল্যাব প্রকাশ করে যে এটি কোনো হিন্দু মন্দিরে হামলার ভিডিও নয়, বরং এক মুসলিম আওয়ামী লীগ নেতার বাড়ির ঘটনা।[২]
২০২৪ সালের অক্টোবরে এটি প্রচার করে যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মার্কিন নির্বাচনের সময় দেশ ছেড়ে প্যারিসে পালিয়ে গিয়ে সেখানে বসে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন এবং ট্রাম্পের জয়ের পর আর দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তিনি তখন দেশেই ছিলেন।[৩][৪]