রুডলফ ক্লাউজিউস | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৪ আগস্ট ১৮৮৮ | (বয়স ৬৬)
পরিচিতির কারণ | তাপগতিবিজ্ঞান |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান, গণিত |
রুডলফ ইউলিউস এমানুয়েল ক্লাউজিউস (জার্মান: Rudolf Julius Emanuel Clausius; আ-ধ্ব-ব:[ˈʁuːdɔlf ˈklaʊ̯zi̯ʊs];[১][২] ২রা জানুয়ারি, ১৮২২ – ২৪শে আগস্ট, ১৮৮৮) একজন জার্মান পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ ছিলেন। তাঁকে তাপগতিবিজ্ঞান ক্ষেত্রের একজন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।[৩] তিনি ফরাসি পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ সাদি কার্নো-র কার্নো চক্র নামক মূলনীতিটিকে ভিন্নভাবে বিবৃত করে তাপের তত্ত্বটিকে অধিকতর সুদৃঢ় ভিত্তি প্রদান করেন। ১৮৫০ সালে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাপত্রটি প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল উ্যবার ডি বেভেগেন্ডে ক্রাফট ডের ভের্মে উন্ড ডি গেজেৎসে, ভেলশে জিখ ডারাউস ফ্যুর ডি ভের্মলেরে জেল্বস্ট আবলাইটেন লাসেন (Ueber die bewegende Kraft der Wärme und die Gesetze, welche sich daraus fuer die Wärmelehre selbst ableiten lassen, অর্থাৎ "তাপের চলমান শক্তি, এবং এ থেকে উদ্ভূত স্বয়ং তাপের প্রকৃতি সংক্রান্ত সূত্রাবলী")।[৪] এই পত্রটিতে তিনি সর্বপ্রথম তাপগতিবিজ্ঞানের দ্বিতীয় সূত্রের মৌলিক ধারণাগুলি বিবৃত করেন। ১৮৬৫ সালে তিনি এনট্রপি (হ্রতশক্তি সূচক) নামক ধারণাটির অবতারণা করেন। ১৮৭০ সালে তিনি বলবিজ্ঞানের ভিরিয়াল উপপাদ্যটি উপস্থাপন করেন ও সেটিকে তাপশক্তির ক্ষেত্রে প্রয়োগ করেন।[৫]
editions:PwR_Sbkwa8IC.Contains English translations of many of his other works.
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |