রুবানা হক | |
---|---|
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি | |
কাজের মেয়াদ এপ্রিল ২০১৯ – এপ্রিল ২০২১ | |
পূর্বসূরী | মো. সিদ্দিকুর রহমান |
উত্তরসূরী | ফারুক হাসান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ৯ ফেব্রুয়ারি ১৯৬৪ |
নাগরিকত্ব | বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
দাম্পত্য সঙ্গী | আনিসুল হক |
সন্তান | নাভিদুল হক (পুত্র) তানিশা ফারিয়ামান (কন্যা) ওয়ামিক উমাইরা (কন্যা) শারাফ(পুত্র) |
বাসস্থান | ঢাকা |
প্রাক্তন শিক্ষার্থী | ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
ধর্ম | ইসলাম |
পুরস্কার | সার্ক সাহিত্য পুরস্কার |
রুবানা হক (জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৬৪) বাংলাদেশের একজন স্বনামখ্যাত নারী উদ্যোক্তা।[১][২] তিনি মোহাম্মদী গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদী গ্রুপ একটি পোশাক নির্মাতা ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে আন্তর্জাতিক বাজারে প্রসিদ্ধ। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক (রাজনীতিবিদ)। রুবানা হক আনিসুল হকের স্ত্রী।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর নির্বাচিত প্রথম নারী সভাপতি ছিলেন। তিনি ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুবার "বিবিসি ১০০ নারী" নিবন্ধে তার স্থান পেয়েছিলেন।[৩]
তিনি একজন কবি ও লেখক। ২০০৬ সালে তিনি কবিতার জন্য সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন।[৪][৫][৬] তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর ভাইস চ্যান্সেলর।[৭]
কর্মজীবনে রুবানা মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।[৮] ২০০৬ থেক ২০১০ সালে তিনি সাউথএশিয়া টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।[৪] এছাড়া তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওম্যান এর ট্রাস্ট্রি।[৯]
ব্যবসায়ের পাশাপাশি তিনি সাহিত্য চর্চার সাথেও জড়িত। "টাইম অফ মাই লাইফ" তার লেখা কবিতার বই।
রুবানা হক রাজনীতিবিদ এবং টেলিভিশন উপস্থাপক আনিসুল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিনজন সন্তান রয়েছে। বড়ছেলে নাভিদুল হক বোস্টনের বেন্টলি ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মোহাম্মদী গ্রুপের পরিচালক ও দেশ এনার্জি লি: এর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত আছেন।
তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন।[১০]