ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মোহাম্মদ রুবেল রানা | ||||||||||||||||||||
জাতীয় দল | ![]() | ||||||||||||||||||||
জন্ম | ঢাকা, বাংলাদেশ | ২ এপ্রিল ১৯৮৩||||||||||||||||||||
উচ্চতা | ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||||||||||||||||||||
ওজন | ৭৩ কিগ্রাম (১৬১ পা) | ||||||||||||||||||||
ক্রীড়া | |||||||||||||||||||||
ক্রীড়া | সাঁতার | ||||||||||||||||||||
ধরন | ব্যাকস্ট্রোক | ||||||||||||||||||||
পদকের তথ্য
|
রুবেল রানা একজন বাংলাদেশী সাতারু। ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের পতাকা বাহক ছিলেন।[১][২]
২০০৮ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রানাকে ফিনা আমন্ত্রণ জানায়। তিনি প্রথম হিটে সাঁতার কাটেন, এতে তিনি সময় নেন ১:০৪.৮২ যা তার জীবনের সেরা, এটি উক্ত হিটের দ্রুততম সাঁতারু এবং উজবেকিস্তানের ২০০৪ সালের অলিম্পিয়ান ড্যানিল বুগাকভ থেকে আট সেকেন্ড বেশি ছিল। তিনি ৪৫ জন সাঁতারুর মধ্যে ৪৫তম হন ও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হন।