রেইমন্ড ডেভিস জুনিয়র | |
---|---|
![]() Davis in 2001 | |
জন্ম | |
মৃত্যু | মে ৩১, ২০০৬[১][২] | (বয়স ৯১)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড, কলেজ পার্ক ইয়েল বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | নিউট্রিনো |
পুরস্কার | কমস্টক প্রাইজ ইন ফিজিক্স (১৯৭৮) Tom W. Bonner Prize (1988) Beatrice M. Tinsley Prize (1994) পদার্থবিজ্ঞানে ওল্ফ পুরস্কার (২০০০) ন্যাশনাল মেডেল অব সায়েন্স (২০০১) ![]() |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন, পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | Monsanto পেন্সিল্ভেনিয়া বিশ্ববিদ্যালয় |
রেইমন্ড ডেভিস জুনিয়র (ইংরেজি: Raymond (Ray) Davis, Jr.) একজন মার্কিন রসায়নবিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। তিনি ২০০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
ডেভিস ওয়াশিংটন ডিসিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৩৮ সালে ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড, কলেজ পার্ক থেকে রসায়নে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তিনি এখান থেকে মাস্টার্সও সম্পন্ন করেন। তিনি ১৯৪২ সালে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ভৌত রসায়নে পিএইচডি সম্পন্ন করেন।