রেচেল এলিজাবেথ ব্রসনাহ্যান (জন্ম ১২ জুলাই ১৯৯০) হলেন একজন মার্কিন ও ব্রিটিশ অভিনেত্রী।[২][৩] তিনি প্রাইম ভিডিও'র হাস্যরসাত্মক ধারাবাহিক দ্য মার্ভেলাস মিসেস মেইজেল (২০১৭-বর্তমান)-এ উদীয়মান স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেত্রী মিরিয়াম "মিজ" মেইজেল চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, এবং এই কাজের জন্য তিনি ২০১৮ সালে হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার ও ২০১৮ ও ২০১৯ সালে টানা দুইবার শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি নেটফ্লিক্সের রাজনৈতিক রোমহর্ষক ধারাবাহিক হাউজ অব কার্ডস (২০১৩-১৫)-এ অভিনয় করে একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন,[৪] এবং ডব্লিউজিএনের নাট্যধর্মী ধারাবাহিক ম্যানহাটন (২০১৪-১৫)-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।
ব্রসনাহ্যানের চলচ্চিত্রে অভিষেক ঘটে ভীতিপ্রদ চলচ্চিত্র দি আনবর্ন (২০০৯) দিয়ে এবং এরপর তিনি বিউটিফুল ক্রিয়েচার্স (২০১৩), লাউডার দ্যান বম্বস (২০১৫), দ্য ফাইনেস্ট আওয়ার্স (২০১৬) ও প্যাট্রিয়টস ডে (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করেন।
ব্রসনাহ্যান ১৯৯০ সালের ১২ই জুলাই উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকি শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা ক্যারল এবং পিতা আর্ল ব্রসনাহ্যান শিশুতোষ প্রকাশনায় কাজ করতেন।[৫][৬][৭] তার মাতা ব্রিটিশ এবং তার পিতা মার্কিন ও আইরিশ বংশোদ্ভূত।[৮][৯] চার বছর বয়স থেকে ব্রসনাহ্যান ইলিনয় অঙ্গরাজ্যের হাইল্যান্ড পার্কে বেড়ে ওঠেন।[৬][১০] তার এক ছোট ভাই ও এক ছোট বোন রয়েছে।[১১] ব্রসনাহ্যানের ফুফু প্রয়াত ফ্যাশন ডিজাইনার কেট স্পেড (বিবাহপূর্ব ব্রসনাহ্যান)।[১২]
তিনি নেটফ্লিক্সের রাজনৈতিক রোমহর্ষক ধারাবাহিক হাউজ অব কার্ডস (২০১৩-১৫)-এ অভিনয় করে একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ডব্লিউজিএনের নাট্যধর্মী ধারাবাহিক ম্যানহাটন (২০১৪-১৫)-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।
২০১৭ সাল থেকে তিনি অ্যামাজন প্রাইমের হাস্যরসাত্মক ধারাবাহিক দ্য মার্ভেলাস মিসেস মেইজেল-এর নাম চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্র সম্পর্কে ব্রসনাহ্যান বলেন যদিও তিনি ইহুদি নন, ইহুদি সংস্কৃতি সম্পর্কে তার পরিচিতি তাকে মিরিয়াম "মিজ" মেইজেল চরিত্রের জন্য প্রস্তুত হতে সাহায্য করেছে। চরিত্রটি ১৯৫০-এর দশকের এক ইহুদি গৃহবধূর, যিনি বিবাহবিচ্ছেদের পর স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেত্রী হিসেবে তার পেশা বেছে নেন।[১৩] এই কাজের জন্য তিনি ২০১৮ সালে হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার, ২০১৮ ও ২০১৯ সালে টানা দুইবার শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার, ২০১৮ ও ২০১৯ সালে তিনটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার, এবং ২০১৭ ও ২০১৮ সালে দুটি ক্রিটিকস চয়েস টেলিভিশন পুরস্কার অর্জন করেন।[১৪][১৫][১৬][১৭]