ডেভলপার | রেড হ্যাট, ইনকর্পোরেটেড |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স (কিছু ব্যতিক্রম আছে)[১] |
প্রাথমিক মুক্তি | ২২ ফেব্রুয়ারি ২০০০[২] |
সর্বশেষ মুক্তি | ৭.৫, ৬.১০, ৫.১১ / ১০ এপ্রিল ২০১৮ | , ১৯ জুন ২০১৮ , ১৬ সেপ্টেম্বর ২০১৪
সর্বশেষ প্রাকদর্শন | ৬.১০ বেটা[৩][৪] / ২৫ এপ্রিল ২০১৮ |
মার্কেটিং লক্ষ্য | বাণিজ্যিক বাজার (মেইনফ্রেম, সার্ভার, সুপারকম্পিউটার ইত্যাদি) |
ভাষাসমূহ | বহুভাষিক |
হালনাগাদের পদ্ধতি | দীর্ঘ সমর্থন বা লং টার্ম সাপোর্ট (এলটিএস) |
প্যাকেজ ম্যানেজার |
|
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ইউজারল্যান্ড | গ্নু |
ব্যবহারকারী ইন্টারফেস | গ্নোম |
লাইসেন্স | বিভিন্ন ফ্রি সফটওয়্যার লাইসেন্স, এবং মালিকানাধীন বাইনারি ব্লব।[১] |
পূর্বসূরী | রেড হ্যাট লিনাক্স |
ওয়েবসাইট | www |
রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স (ইংরেজি: Red Hat Enterprise Linux) বা আরএইচইএল হলো ব্যবসায়িক বাজারকে লক্ষ্য করে রেড হ্যাট নির্মিত একটি লিনাক্স ডিস্ট্রিবিউশন। রেড হ্যাটের সমস্ত প্রাতিষ্ঠানিক সমর্থন-প্রশিক্ষণ, রেড হ্যাট সার্টিফিকেশন প্রোগ্রাম রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের উপর দৃষ্টি দেয়। অনেকসময় রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সকে সংক্ষেপে আরএইচইএল( RHEL) বলা হয়।[৫]