ইয়ামনাম রেনুবালা চানু (জন্ম ২ অক্টোবর ১৯৮৬) একজন ভারতীয় মহিলা ভারত্তোলক। ২০০৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৫৮ কিলো বিভাগে উনি সোনা জয় করেন। [১] দিল্লীতে ২০১০ কমনওয়েলথ গেমসে উনি আবারও সোনা জেতেন। [২] ২০১৪ তে উনি অর্জুন পুরস্কারে ভূষিত হন। [৩]